প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

ভারতের রাজস্থান প্রদেশে

ছাত্রীকে বিয়ে করতে ছেলে হলেন শিক্ষিকা!

   
প্রকাশিত: ৯:৪৩ পূর্বাহ্ণ, ৯ নভেম্বর ২০২২

প্রেম মানে না কোনো বাধাঁ। এই প্রবাদটি আবারও সত্য হলো। এক শিক্ষিকা তার লিঙ্গ পরির্বতন করে তার এক ছাত্রীকে বিয়ে করেছেন। ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থান প্রদেশে। রবিবার (৬ নভেম্বর)তাদের বিয়ে সম্পন্ন হয়। খবর এনডি টিভি।

প্রতিবেদন থেকে জানা যায়, ভরতপুরের মীরা নামের একজন শারীরিক শিক্ষার শিক্ষিকা তার ছাত্রী কল্পনা ফৌজদারের প্রেমে পড়েন। তাকে বিয়ে করার জন্য লিঙ্গ পরিবর্তনের অপারেশন করেন তিনি। মীরা সাংবাদিকদের জানান, প্রেমে সবকিছুই ন্যায্য এবং সেই কারণেই তিনি লিঙ্গ পরিবর্তন করেছেন। মীরা এখন তার নাম পরিবর্তন করে আরভ কুন্তল রেখেছেন।

স্কুলে শারীরিক শিক্ষার ক্লাস চলাকালীন কল্পনার সঙ্গে মীরার দেখা হয়। কল্পনা রাস্ট্রীয় পর্যায়ে কাবাডি খেলেন। কল্পনা ২০২৩ সালের জানুয়ারিতে একটি আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের জন্য দুবাই যাবেন। আরভ স্কুলের খেলার মাঠে তাদের কথোপকথনের সময় কল্পনার প্রেমে পড়েছিলেন। আরভ জানান, তিনি মেয়ে হয়ে জন্মেছিলেন কিন্তু তিনি সবসময় ভাবতেন তিনি একজন ছেলে। তিনি সবসময় তার লিঙ্গ পরিবর্তনের জন্য অস্ত্রোপচার করতে চেয়েছিলেন। ২০১৯ সালের ডিসেম্বরে তার প্রথম অস্ত্রোপচার হয়েছিল।

কল্পনা জানান, তিনি দীর্ঘদিন ধরে আরভের সঙ্গে প্রেম করছেন। অস্ত্রোপচার না করালেও তাকে বিয়ে করতেন। তিনি অস্ত্রোপচারের জন্য আরভের সঙ্গে যান। ভারতে এ ধরনের বিয়ে অপ্রচলিত ও বিরল হলেও তাদের বাবা-মা এই বিয়ে মেনে নিয়েছেন।

তুহিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: