প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

জাহিদ মাহমুদ

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে ব্যাডমিন্টন খেলতে গিয়ে কলেজ ছাত্রের মৃত্যু

   
প্রকাশিত: ১১:৩৭ পূর্বাহ্ণ, ৯ নভেম্বর ২০২২

ছবি - প্রতিনিধি

মেহেরপুরে ব্যাডমিন্টন খেলতে গিয়ে তামিম রেজা (১৮) নামের এক কলেজ পড়ুয়া ছাত্রের মৃত্যু। মঙ্গলবার (৮নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ব্যাডমিন্টন খেলার সময় তার মৃত্যু হয়। কলেজ ছাত্র তামিম রেজা গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের করমদি গ্রামের পশ্চিম পাড়ার নাসির উদ্দীনের ছেলে।

স্থানীয়রা জানান, তামিম রেজা ব্যাডমিন্টন খেলার সময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে।স্থানীয়রা তাকে উদ্ধার করে সন্ধানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সন্ধানী হাসপাতালে মেডিকেল অফিসার নুরে আলম জানান, ব্যাডমিন্টন খেলার সময় স্ট্রোক জনিত কারণে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।

আশরাফুল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: