প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

মাসুদ রেজা শিশির

রাজবাড়ী প্রতিনিধি

পাংশায় ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন ও আলোচনা সভা

   
প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, ৯ নভেম্বর ২০২২

ছবি - প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও প্রকল্পের সহযোগীতায় উপজেলা পর্যায়ে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ৯ টায় আনুষ্ঠানিক ভাবে এ মেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে পাংশা উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য প্যাভিলিয়ান করা হয়েছে প্যাভিলিয়ানে বিভিন্ন সরকারী বে সরকারী দপ্তর, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, বিভিন্ন স্কুল কলেজ স্টল দিয়ে এ মেলাকে বর্ণিল করেছেন।

সেই সাথে কুইজ প্রতিযোগীতাসহ বিভিন্ন প্রতিযোগীতার মধ্য দিয়ে দিন ব্যাপী চলছে এ মেলা। উদ্বোধনী অনুষ্ঠানে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী’র সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার বিশ্বাস’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) মাসুদুর রহমান রুবেল, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ইফতেখার আলম প্রধান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রোকেয়া খাতুন, উপজেলা কৃষি অফিসার রতন কুমার ঘোষ, উপজেলা শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন।

এ মেলায় উদ্ভাবনী উদ্যোগ ও স্টার্টআপ, ডিজিটাল সেবা, হাতের মুঠোয় সেবা ও শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থান এর বিভিন্ন স্টল তাদের সেরাটা দেখানোর সর্বাক্ত চেষ্ঠা চলছে। মেলায় অংশ গ্রহন কারী সরকারি বেসরকারি স্টল সমুহের মধ্যে শ্রেষ্ঠ ৩ স্টলের জন্য বিকাল ৫ টায় সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

আশরাফুল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: