প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

হাবিবুর রহমান

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় ১২ বছর আত্মগোপনে থেকেও রক্ষা হলো না দেলোয়ারের

   
প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ণ, ৯ নভেম্বর ২০২২

ছবি - প্রতিনিধি

কুমিল্লা সদর দক্ষিণ দেশ ত্যাগ করে দীর্ঘ ১২ বছর আত্মগোপনে থেকেও রক্ষা হলো না মাদক কারবারি দেলোয়ার হোসেনের (৪৮)। মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে তাকে গ্রেফতার করা হয়। বুধবার (৯ নভেম্বর) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন গ্রেফতার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী।

কুমিল্লা সদর দক্ষিণ থানার আমীর হোসেনের ছেলে দেলোয়ার হোসেন গ্রেফতার। ওসি দেবাশীষ চৌধুরী জানান, একের পর এক মাদকসহ গ্রেফতার হওয়ার পর জামিনে গিয়ে মামলা থেকে বাঁচার জন্য নিজ এলাকার সীমান্তবর্তী ভারতীয় এলাকায় চলে যান দেলোয়ার। সেখানে গিয়ে বাংলাদেশ সীমান্তের কাছাকাছি বসবাস করা শুরু করেন। হঠাৎ বাড়িতে এলেও সেখানে অবস্থান করতেন না তিনি।

মঙ্গলবার (৮ নভেম্বর) রাতে এসআই মনিরুল ইসলাম আসামির আগমনের সংবাদ গোপনে পেয়ে দ্রুত মান্দারী গ্রামে যান এবং কৌশলে তাকে গ্রেফতার করেন। তখন নিজেকে স্ট্রোকের রোগী পরিচয় দিয়ে অসুস্থতার ভান করেন দেলোয়ার। এরপর তাকে এনে উপজেলা হাসপাতালে ডাক্তার দেখানো হয়। ডাক্তার তার প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করেন এবং শারীরিক অবস্থা ভালো আছে জানান। তার বিরুদ্ধে থানায় দুই মামলায় যথাক্রমে ৩ বৎসর ও ৫ বৎসরের সশ্রম কারাদণ্ডের সাজাপ্রাপ্ত পরোয়ানা ছিল। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আশরাফুল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: