কেরানীগঞ্জে পুলিশ ছদ্মবেশী ডাকাত সর্দার গ্রেফতার

নাসির উদ্দিন টিটু, কেরানীগঞ্জ (ঢাকা) থেকে: পুলিশের ছদ্মবেশে মহাসড়কের ব্যারিকেড দিয়ে ডাকাতি করা আন্তঃজেলা ডাকাত দলের সর্দার, হত্যাচেষ্টা, ডাকাতি, ছিনতাইসহ ১৩ মামলার আসামি জসিম মোল্লাকে তার দুই সহযোগীসহ গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
এ সময় তার কাছ থেকে র্যাবের ব্যাচসহ পুলিশের পোশাক, ওয়াকিটকি, খেলনা পিস্তল,বুট, হ্যান্ডকাপসহ ডাকাতির কাজে ব্যবহৃত একটি চাপাতি, দুটি ছুরি, লোহার স্টিক, ড্রিল মেশিন,কাটার মেশিন ও নগদ ৫৩ হাজার টাকা উদ্ধার করা হয়। বুধবার (৯ নভেম্বর) বিকেলে কেরানীগঞ্জর রাজেন্দ্রপুর এলাকায় র্যাব-১০ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এডিশনাল ডিআইজি ও র্যাব-১০ অধিনায়ক ফরিদ উদ্দিন আহমদ সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানান, মঙ্গলবার মধ্যরাতে র্যাব-১০ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি অভিযান পরিচালনা করে পুলিশের ছদ্মবেশে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের দুর্ধর্ষ ডাকাত সর্দার জসিম মোল্লা ও তার প্রধান ২ সহযোগী জাহিদুল ও ইয়াসিনকে গ্রেফতার করা হয়। অভিযানের সময় কৌশলে তাদের সাথে থাকা আরও দুই তিন জন সদস্য পালিয়ে যায়। গ্রেফতারকৃত জসিম শরীয়তপুরের জাজিরা এলাকায় গত ০৮ সেপ্টেম্বর সংঘটিত চাঞ্চল্যকর রিপন হত্যা মামলার প্রধান আসামী। এছাড়া তার সহযোগী ইয়াছিন ও জাহিদুল এর বিরুদ্ধেও বেশ কয়েকটি মামলা রয়েছে।
সালাউদ্দিন/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: