লক্ষীছড়িতে জোন কমান্ডার’স কাপ ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন

মো. ইসমাইল হোসেন, মানিকছড়ি (খাগড়াছড়ি) থেকে: খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে ও লক্ষীছড়ি জোনের পৃষ্টপোষকতায় জোন কমান্ডার’স কাপ ফুটবল টুর্নামেন্ট-২২ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (৯ নভেম্বর) বিকালে ৩২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি লক্ষীছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক, পিএসসি, জি খেলার শুভ উদ্বোধন করেন।
এ সময় লেফটেন্যান্ট কর্নেল এ এইচ এম জোবায়ের, পিএসসি, জি, মেজর সরফরাজ নেওয়াজ, ক্যপ্টেন মো. মাহীর মাহবুব, এ্যাডজুটেন্ড ক্যাপ্টেন এস.এম. মাহমুদ হাসানসহ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাশেদ, উপজেলা প্রকৌশলী শিশির চন্দ্র দাশ, লক্ষ্মীছড়ি ইউপি চেয়ারম্যান প্রবিল কুমার চাকমা, দুল্যাতলী ইউপি চেয়ারম্যান ত্রিলণ চাকমা ও বর্মাছড়ি ইউপি চেয়ারম্যান সুইশালা চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উক্ত টুর্নামেন্টে জোনের আওতাধীন এলাকার ১৬টি দল অংশগ্রহণ করেন। উদ্বোধনী খেলায় লেলাং বড় পাড়া একাদশ ২-০ গোলে ময়ূরখীল একাদশকে পরাজিত করে।
উক্ত টুর্নামেন্ট উদ্বোধনের মধ্য দিয়ে লক্ষীছড়ির ক্রীড়াঙ্গন আরো এগিয়ে যাবে। সেই সাথে যুব সমাজ খেলাধুলার সাথে জড়িত থাকার কারণে সামাজিক নানা অপরাধ মূলক কর্মকাণ্ড থেকে তারা বিরত থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ১৫ নভেম্বর ছাড়া প্রতিদিন বিকেল ৩টায় লক্ষীছড়ি উপজেলা পরিষদ মাঠে টুর্নামেন্টের প্রতিটি খেলা অনুষ্ঠিত হবে।
সালাউদ্দিন/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: