জয়পুরহাটে ৬ কেজি গাঁজাসহ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ বুধবার (৯ নভেম্বর) সন্ধ্যায় এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব) জয়পুরহাট ক্যম্পের সদস্যরা। র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোঃ মোস্তফা জামান জানান, গ্রেফতার হওয়া নারী মাদক ব্যবসায়ী হচ্ছে পৌর শহরের বামনকুন্ডা এলাকার রেজাউল ইসলামের স্ত্রী শাহনাজ বেগম (৪৫)। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র্যাব সদস্যরা রেজাউল ইসলামের বাড়িতে অভিযান চালায়।
এ সময় আমদানী নিষিদ্ধ ৬ কেজি গাঁজাসহ শাহনাজ বেগমকে হাতেনাতে গ্রেফতার করা হয়। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহনাজ জানায়, দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাদক হিসাবে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন এলাকায় গাঁজা সেবনকারীদের নিকট সরবরাহ করে আসছিলো। শাহনাজের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র্যাব।
সালাউদ্দিন/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য: