শেরপুরের নকলায় পুলিশের সহযোগীতায় জুনাকি ফিরে পেল পরিবার

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২২, ০৮:০৬ পিএম

শেরপুরের নকলা থানা পুলিশের সহযোগীতায় পরিবারকে ফিরে পেল জুনাকি বিশ্বাস (১২) নামে এক শিশু। জুনাকি নরসিংদী জেলার রায়পুর উপজেলার ধলিনগর এলাকার মৃত- সন্তোষ বিশ্বাসের কন্যা। বুধবার (৯ নভেম্বর) রাতে জুনাকিকে আনুষ্ঠানিকভাবে তার ভাই বিশ্ব বিশ্বাসের কাছে বুঝিয়ে দেন থানা পুলিশ।

পুলিশ জানায়, নরসিংদী জেলার রায়পুরা উপজেলার পিরোজকান্দির পিসির বাড়ি থেকে সোমবারে নিখোঁজ হয় জুনাকি বিশ্বাস। বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে নকলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইসকান্দার হাবিব পৌর শহরের উত্তর বাজার এলাকায় দোকানের পাশে বসে জুনাকিকে কাদঁতে দেখে। পরে জুনাকিকে কেন কাদঁছে জিজ্ঞাসা করলে সে বলে আমার পরিবারকে হারিয়ে ফেলেছি এবং আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই। জুনাকিকে থানায় নিয়ে আসে। পরে রায়পুর থানার সহযোগীতায় জুনাকিকে পরিবারের সাথে যোগাযোগ করে এবং তার বড় ভাইয়ের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

জুনাকি বিশ্বাস বলেন, আমি রেলগাড়ি দিয়ে ভুলে চলে আইছি। আমি মার জন্য কাদতেছি। পরে এক পুলিশ আমারে থানায় আনে। অনেক কিছু খাওয়াইছে এবং কইছে তুমি কাইন্দোনা। আমি তোমার মার কাছে তোমাকে দিয়ে আসব। পরে রাইতে হঠাৎ করে দেখি আমার ভাই আমারে ডাকতাছে। পরে ভাইকে দেখে আমার অনেক খুশি লাগছে।

জুনাকির ভাই বিশ্ব বিশ্বাস বলেন, নকলা থানা পুলিশের সহযোগীতায় আজ আমার হারানো বোনকে ফিরে পেলাম। পুলিশ না থাকলে হয়তোবা আমার বোনকে আজ ফিরে পেতাম না। এখনো অনেক ভাল পুলিশ আছে।

এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ বলেন, আমরা জনগনের পুলিশ হতে চাই। আমরা জুনাকিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে নিজেদেরও অনেক ভাল লাগছে। জনগনের দ্বারপ্রান্তে পুলিশে সেবা পৌছে দেওয়াই আমাদের লক্ষ্য।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: