পুকুরের পানিতে পড়ে প্রাণ গেল দুই শিশুর

ছবি: প্রতিকি
ময়মনসিংহের নান্দাইলে পুকুরের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার সিংরইল ইউনিয়নের উদং মধুপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলো, ওই এলাকার আশরাফুল ইসলামের ছেলে আরাফাত হোসেন (৪) ও আমিনুল ইসলামের মেয়ে তাসলিমা আক্তার লোরা (৩)। নান্দাইল থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন মিয়া বিডি২৪লাইভ কে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিহত তাসলিমা ও আরাফাত তারা চাচাতো ভাই বোন। সন্ধ্যার দিকে তারা এক সাথে খেলাধুলা করছিল। খেলার সময় হঠাৎ বাড়ির পাশে পুকুরে পড়ে যায় দু’জন। কিছুক্ষন পর স্থানীয়রা পুকুরে দু’জনকে ভাসতে দেখে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সালাউদ্দিন/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য: