যে কারণে ভাঙছে শোয়েব-সানিয়ার সংসার

১২ বছরের বিবাহিত জীবন তাঁদের। তবে এবার তাঁরা হয়তো আলাদা পথে হাঁটবেন। পাকিস্তানের মিডিয়ার দাবি, সানিয়া মির্জা ও শোয়েব মালিক আলাদা থাকছেন। তাঁদের বিবাহবিচ্ছেদ হওয়ার মুখে।
এমন খবরে হতবিহ্বল দুই তারকার ভক্ত-অনুরাগীরা। হঠাৎ ক্রিকেট-টেনিসে এত দ্বন্দ্ব লাগল কেন? কী হলো যে শোয়েব-সানিয়ার সুখের ঘরে আগুন লেগেছে! এ প্রশ্নে একটি ছবি সামনে এসেছে। দুই দেশের বিভিন্ন গণমাধ্যমের দাবি— সংসারে ভাঙন ধরাতে কয়েকটি ছবিই দায়ী। কী রয়েছে ওই ছবিতে? মূলত এটি একটি ফটোশুট। যেখানে দেখা যাচ্ছে, সুইমিংপুলে নীল পানিতে অন্য এক তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় শোয়েব মালিক।
এ ছবি দেখে ক্ষোভে ফেটে পড়েন সানিয়া। ছবির ওই নারী মডেল হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী আয়েশা ওমর। পাকিস্তানের গণমাধ্যমগুলোর খবর, আয়েশার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন শোয়েব। যে কারণে সানিয়া-শোয়েবের বিচ্ছেদ হচ্ছে।
পাকিস্তানের ওকে ম্যাগাজিনের ফটোশুট করতে গিয়ে অভিনেত্রী আয়েশার সঙ্গে মালিকের পরিচয় হয়। ম্যাগাজিনটি মূলত তারকাদের ফ্যাশন, স্বাস্থ্য ও জীবনযাপন নিয়ে কাজ করে। গত বছরের সেপ্টেম্বর সংখ্যায় শোয়েব মালিক ও আয়েশাকে প্রচ্ছদে আনে ম্যাগাজিনটি। এ সংখ্যায় মডেল হওয়ার পাশাপাশি দুজনে নিজেদের স্বাস্থ্য, ফিটনেস নিয়ে কথা বলেন।
ফটোশুটের কাজে দীর্ঘ সময় একসঙ্গে কাটাতে হয় শোয়েব-সানিয়ার। মোট পাঁচ ধরনের সাজপোশাকে তাদের ছবি তোলেন ফটোগ্রাফার শাহবাজ সাজি। ম্যাগাজিনের চাহিদায় সব কটি ছবিতেই ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে শোয়েব ও আয়েশাকে। ছবিগুলো একের পর এক দেখলে মনে হবে, দারুণ সময় উপভোগ করছেন শোয়েব-আয়েশা।
ওই ফটোশুটের পর আয়েশার ভূয়সী প্রশংসাও করেন শোয়েব। এ তারকা অলরাউন্ডার সেই সময় বলেন, ‘এটা একটা মজার ফটোশুট ছিল। ছবি তোলার সময় আয়েশা আমাকে অনেকটা সহজ করে দিয়েছে। শিক্ষকের মতো গাইড করেছে।’ আয়েশাও কম যাননি শোয়েবের প্রশংসায়। তিনি বলেছিলেন, ‘আমি ক্রিকেটের বিশাল ফ্যান। শোয়েব মালিক খুবই ভদ্র ও মানবিক। আমরা তাকে নিয়ে গর্ব করি। শোয়েব একজন ফিটনেস ফ্রিক।’
পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে স্বামীর প্রেমের গুঞ্জন নিয়ে এখনো গণমাধ্যমে মুখ খোলেননি সানিয়া। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়া তার দুঃখ মেশানো পোস্ট সেই গুঞ্জনের সত্যতা নিশ্চিত করে যাচ্ছে। এ বিষয়ে শোয়েব-আয়েশার পক্ষ থেকেও কোনো বক্তব্য আসেনি এখনবধি। তবে শোয়েব-সানিয়ার ঘনিষ্ঠ এক বন্ধুর বরাতে বুধবার ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ‘ইনসাইড স্পোর্টস’-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়ে গেছে এ তারকা দম্পতির। তিনি আরও বলেছেন, বিচ্ছেদের পর খুবই হতাশায় ভুগছেন সানিয়া মির্জা।
জানা গেছে, সানিয়া ও শোয়েব একসঙ্গে থাকছেন না। তাদের একমাত্র সন্তান ইজহান মির্জা মালিককে তারা একসঙ্গেই দেখাশোনা করছেন বলে জানা গেছে।
না.হাসান/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: