নেহার সাবেক প্রেমিক এখন ‘বেকার’ হয়ে ঘুরছেন

কোনো কাজ খুঁজে পাননি তিনি। অবশেষে হতাশ হয়ে দিল্লিতে ফিরে আসেন। গণযোগাযোগ এবং সাংবাদিকতা নিয়ে স্নাতক পড়াশোনা শেষ করেন হিমাংশু। একই সঙ্গে রেডিও জকি হিসেবেও প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি। বিভিন্ন মডেলিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেন তিনি। একটি প্রতিযোগিতায় জয়ী হওয়ার পর বিশিষ্ট ব্যক্তিদের নজরে আসেন হিমাংশু। একটি নামি চ্যানেল সংস্থার ধারাবাহিকে অভিনয় করার সুযোগ পান তিনি।
২০১১ সালে ‘হমসে হ্যায় লাইফ’ ধারাবাহিকে অভিনয় করে পরিচিতি বাড়তে থাকে তাঁর। পরবর্তীকালে ‘ইয়ারিয়াঁ’ ছবি তাঁর ক্যারিয়ারে মাইলফলক গড়ে তোলে। ছবি মুক্তি পাওয়ার পর বলিউডের জনপ্রিয় নায়িকা নেহা কক্করের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। একই প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করতেন দুজন।
ওই সংস্থা আয়োজিত সব অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকতেন হিমাংশু এবং নেহা। সেই সূত্রেই আলাপ হয় দুজনের। নেহা তখন ক্যারিয়ারের তুঙ্গে। কিন্তু অভিনেতার ঝুলিতে একটিমাত্র ছবিই রয়েছে। অভিনেতা কম, বরং নেহার প্রেমিক হিসেবেই বেশি পরিচিতি পেতে শুরু করেন তিনি। নেহার সঙ্গে সর্বত্রই দেখা যেত হিমাংশুকে। একটি মিউজিক ভিডিওতে একসঙ্গে অভিনয়ও করতে দেখা যায়।
প্রায় চার বছর একসঙ্গে থাকার পর তাঁদের সম্পর্কে ভাঙন ধরে। গায়িকা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে তাঁদের বিচ্ছেদের কথা জানান। তবে এ নিয়ে কাদা ছোড়াছুড়িও কম হয়নি। সংবাদ সংস্থা সূত্রের খবর, নেহা জনসমক্ষে জানিয়েছেন, হিমাংশু তাঁর যশখ্যাতির ব্যবহার করেছেন।
এই কথা জানার পর নেহার অনুরাগীরা হিমাংশুর উদ্দেশ্যে কটু কথা বলেন বলে জানান অভিনেতা। অবশেষে তিনি জানান, এক পক্ষের কাহিনি শুনে তাঁকে খলনায়ক বানিয়ে ফেলা হয়েছে। তাঁর বিরুদ্ধে যা অভিযোগ আনা হয়েছে, সবই মিথ্যা বলে জানান অভিনেতা। শুধু অভিনেতাই নন, এর ফলে তাঁর পরিবারের সদস্যদের জীবনেও প্রভাব পড়েছে বলেও জানান তিনি। সংবাদ সংস্থা সূত্রে জানা যায়, পরিবারের উদ্দেশ্যেও খারাপ মন্তব্য করেছেন নেহা। গায়িকা জানিয়েছেন, অভিনেতা যদি তাঁর নাম খারাপ করার চেষ্টা করেন, তবে তিনি হিমাংশুর পরিবার সম্পর্কে সব তথ্য ফাঁস করে দেবেন।
নেহা আরো জানিয়েছেন, অভিনেতা নিজের ক্যারিয়ার নিয়ে না ভেবে নেহার নাম নিয়েই বিখ্যাত হওয়ার চেষ্টা করেছেন। নেহার এই মন্তব্যের পর অবশ্য হিমাংশু তাঁর মতামত জানিয়েছিলেন। অভিনেতা জানান, নেহার ইচ্ছা অনুসারেই তাঁদের বিচ্ছেদ হয়েছে। কিন্তু তাঁরা দুজনেই এই বিচ্ছেদে রাজি ছিলেন। তাঁদের নিয়ে যে কাদা ছোড়াছুড়ি হচ্ছে, তা সবই বানানো।
হিমাংশুকে কয়েকটি মিউজিক ভিডিও এবং হাতেগোনা কয়েকটি ছবিতে অভিনয় করতে দেখা গেলেও তাতে তাঁর ক্যারিয়ারের বিশেষ লাভ হয়নি। আপাতত কোনো কাজ নেই তাঁর হাতে। বলিউডপাড়ায় ‘বেকার’ হয়ে ঘুরছেন হিমাংশু কোহলি। সুত্র: আনন্দবাজার।
না.হাসান/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: