প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

মোঃ হাবিবুর রহমান

নড়াইল প্রতিনিধি

রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম

   
প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, ১১ নভেম্বর ২০২২

ছবি - প্রতিনিধি

নড়াইলের কালিয়ায় চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বিশ্বাস। দীর্ঘদিন অসুস্থ থাকার পর বৃহস্পতিবার (১০ নভেম্বর ) দিবাগত রাত ২টায় গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

পরে শুক্রবার (১১ নভেম্বর) জুম্মার নামায শেষে উপজেলার সরসপুর পহরডাঙ্গা ঈদগাহ ময়দানে গার্ড অফ ওনার প্রদান ও জানাযার নামায শেষে রাষ্ট্রীয় মর্যাদায় সরসপুর-পহরডাঙ্গা কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার এই মৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া বিরাজ করছে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার ( ভূমি) মো.জহরুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার মো.হালিম শেখ, নড়াগাতি থানার উপ-পরির্দশক (এস আই) মো. মফিজুল সহ ইউনিয়নের সকল বীর মুক্তিযোদ্ধাগণ ও এলাকাবাসি।

আশরাফুল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: