প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

আক্কাস আল মাহমুদ রিদয়

বুড়িচং, কুমিল্লা প্রতিনিধি

বুড়িচংয়ে গাঁজা ও অটোরিকশাসহ তিন যুবক আটক

   
প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, ১১ নভেম্বর ২০২২

ছবি - প্রতিনিধি

কুমিল্লার বুড়িচং থানা পুলিশের অভিযানে গাঁজা ও অটোরিকশা সহ তিন যুবককে আটক করা হয়েছে। বুড়িচং থানা ওসি মারুফ রহমান জানান,শুক্রবার (১১ নভেম্বর ২০২২) বিকেলে উপজেলার রাজাপুর ইউনিয়নের শংকুচাইল দক্ষিণ বাজার এলাকায় এসআই আব্দুর জব্বার ও এ এস আই নূর আলম সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনাকালে ব্যাটারি চালিত অটোরিকশাকে থামিয়ে তল্লাসী চালিয়ে ১০ কেজি গাঁজাসহ কিশোর অপরাধী দুই যুবককে আটক করে।

এসময় উক্ত অটোরিকশা জব্দ করে থানাতে আনা হয়। আটকৃত মোহাম্মদ রিফাত (১৫) ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ তেতাভূমি এলাকার কবির হোসেনের ছেলে,অপরজন ফয়সাল আলম(১৪) একই এলাকার মোঃ মোরতুজের ছেলে। একই দিনে শংকুচাইল দক্ষিণ বাজার এলাকায় অভিযানকালে ২ কেজি গাঁজাসহ মোহাম্মদ খলিল(২৭) নামের যুবককে আটক করা হয়।সে চট্রগ্রাম জেলার বাঁশখালি উপজেলার চাম্বুল এলাকার হাবিবুর রহমানের ছেলে।

আটকৃত তিন মাদক ব্যবসায়ীকে থানায় মাদক আইনে মামলা রুজু করে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।

আশরাফুল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: