ইয়াবাসহ হিজরাদের নেতা আটক

বরগুনার আমতলীতে ২০০পিচ ইয়াবাসহ এক হিজরাকে আটক করেছে বরগুনা জেলা গোয়েন্দা সংস্থা(ডিবি)। শুক্রবার রাত ৯টার দিকে তাকে আটক করা হয়। জানা যায়, আটককৃত ঐ হিজরার নাম স্বপ্না। তিনি আমতলী উপজেলা হিজরাদের নেতা। জেলা ডিবি কার্যলয় থেকে জানানো হয়, আমতলী পৌরসভার ৩নং ওয়ার্ডের খোন্তাকাটা নামক স্থানে স্বপ্না খলিফার মাধ্যমে ইয়াবা সেবন ও বিক্রি হচ্ছে।
এমন সংবাদের ভিত্তিতে এস আই জাহিদুল ইসলাম কবিরের নেতৃত্বে ডিবির একটি দল সেখানে অভিযান চালায়। এসময় হিজরাদের নেতা স্বপ্না পালিয়ে যাতে চাইলেও ব্যর্থ হয়। পরে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তার কাছে ইয়াবা রয়েছে এবং ঘটনাস্থলে থাকা অবস্থায়ই তার কাছ থেকে ২০০পিচ ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৬০,০০০ টাকা। এ ঘটনায় ডিবির পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান বলেন, মামলা হয়েছে, আসামীকে কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
সালাউদ্দিন/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: