বড়াইগ্রামে ১৪ কেজি গাঁজাসহ ২ মাদক বিক্রেতা আটক

মোতালেব হোসেন, বড়াইগ্রাম, (নাটোর) থেকে: নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাজাপুর বাজার এলাকায় ১৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫। এ সময় গাঁজা বহনকারী একটি প্রাইভেটকারও জব্দ করা হয়। র্যাব জানায়, ওই প্রাইভেটকারের ইঞ্জিনের নিচে আলাদা জায়গা তৈরি করে বিশেষ কায়দায় নিয়ে যাওয়া হচ্ছিল ১৪ কেজি গাঁজা।
গ্রেফতার একজন হলেন রংপুর জেলার কোতোয়ালি উপজেলার পূর্ব বড়বাড়ি মরিসটারী এলাকার আবুল হোসেনের ছেলে চালক রহিদুল ইসলাম (৩৫)। তিনি বর্তমানে লালমনিরহাট জেলার সদর উপজেলার বালাটারি মিশন মোড় এলাকায় বসবাস করেন। অপরজন হলেন লালমনিরহাট জেলার সাহেবপাড়া রেল স্টেশন এলাকার সোলেমান আলীর ছেলে মুসা সরকার (২৮)।
র্যাব-৫ এর কোম্পানি অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ওই মাদক ব্যবসায়ীরা ওই
গাঁজা দেশের সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করেছেন। তারা আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিক্রির উদ্দেশে পরিবহন ও দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করে আসছিল।
তিনি আরও জানান, শুক্রবার রাত ৩টার দিকে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার বড়াইগ্রাম থানার রাজাপুর বাজার এলাকায় মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সালাউদ্দিন/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: