ফরিদপুরে বিএনপির গণসমাবেশে মোবাইল চুরির হিড়িক

ফরিদপুরের কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশন মাঠে বিএনপির গণসমাবেশে মোবাইলফোন চুরির হিড়িক পড়েছে। সমাবেশের আগের দিন শুক্রবার (১১ নভেম্বর) রাত থেকে শনিবার সমাবেশ শুরুর পর দুপুর ২টা পর্যন্ত প্রায় শতাধিক মোবাইল চুরির ঘটনা ঘটেছে।
শনিবার সমাবেশস্থল থেকে রমজান নামের এক মোবাইল চোর হাতেনাতে ধরাও পড়েন। পরে তাকে মারতে মারতে সমাবেশস্থলের পাশে এক বাগানে নিয়ে যান স্থানীয় নেতাকর্মীরা। পরে মোবাইল ফেরত দিয়ে ক্ষমা চেয়ে এ যাত্রায় রক্ষা পান তিনি।
ঘটনাস্থল থেকে ইখলাস শেখ নামের এক যুবক জানান. ‘ভিড়ের মধ্যে আমার নোট টেন মডেলের একটি দামি মোবাইল কোন ফাঁকে নিয়ে গেছে টের পাইনি।’ মাগুরা থেকে আসা আলি হোসেন বলেন, ‘সতর্ক থাকার পরও কীভাবে যে আমার স্যামসাং মোবাইলটি নিয়ে গেলো টের পেলাম না।’
সমাবেশস্থলে আসা বিএনপি নেতারা বলেন, ‘এখানে হাজার হাজার মানুষ। যার যার জিনিসপত্র তারই সামলে রাখা উচিত।’
না.হাসান/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: