প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

টঙ্গীর তুরাগতীরে চলছে বিশ্ব ইজতেমার প্রস্তুতি

   
প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, ১২ নভেম্বর ২০২২

ছবি - প্রতিনিধি

রাসেল শেখ, গাজীপুর থেকে: গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে দুই পর্বের আসন্ন বিশ্ব ইজতেমার প্রস্তুতি শুরু হয়ে গেছে। ময়দানজুড়ে এখন খুঁটি স্থাপনের কাজ চলছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জমায়েতের এ আয়োজন সফল করতে কিশোর থেকে বৃদ্ধ বহু মানুষ স্বেচ্ছাশ্রমের জন্য ইজতেমা ময়দানে আসছেন। ১৩, ১৪, ১৫ জানুয়ারি প্রথম এবং ২০, ২১, ২২ জানুয়ারি দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা হবে।

বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা ইজতেমা ময়দানে এসে খুঁটি স্থাপন, তাঁবু টানানো, নামাজের লাইন তৈরির কাজ করছেন। মাঠজুড়ে চলছে কর্মযজ্ঞ। কেউ খুঁটি পোঁতার জন্য গর্ত করছেন, কেউ বাঁশ কাটছেন আর তাদের তদারক করছে তাবলিগের একটি দল। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এসব কাজ।

মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ কান্ধলভির মধ্যে দ্বন্দ্ব শুরুর পর তাবলিগ জামাত দুটি পক্ষের মধ্যে বিভক্ত হয়ে পড়ে। এর আগে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। ইজতেমা ময়দানের কর্তৃত্ব নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। উত্তেজনা প্রশমনে প্রশাসন দুই পক্ষকে দুই পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠানের নির্দেশনা দেয়। তবে বিশ্ব ইজতেমা ময়দানের সার্বিক প্রস্তুতি কাজের দায়িত্ব জুবায়েরপন্থিদের ওপর দেওয়া হয়েছে।

মাওলানা জুবায়েরপন্থি গ্রুপের জনসংযোগবিষয়ক জিম্মাদার জহির ইবনে মুসলিম জানান, ‘ইজতেমার সার্বিক প্রস্তুতি শুরু হয়েছে। বিভিন্ন কার্যক্রম ও দেশ-বিদেশের মুসল্লিদের খেদমতে প্রয়োজনীয় সব বিষয় সুষ্ঠুভাবে শেষ করতে ২,৩,৪, ও ৫ ডিসেম্বর প্রস্তুতিমূলক জোড় ইজতেমা হবে।’ জোড় ইজতেমায় অংশ নেওয়াদের মধ্য থেকে কয়েক হাজার মুসল্লি মাঠে অবস্থান নিয়ে স্বেচ্ছাশ্রমে কাজ করবেন।

আশরাফুল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: