প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

চুয়াডাঙ্গায় ট্রাক চাপায় কলেজ ছাত্র নিহত

   
প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, ১২ নভেম্বর ২০২২

ছবি - প্রতিনিধি

মিজানুর রহমান, চুয়াডাঙ্গা থেকে: চুয়াডাঙ্গা শহরের রেলবাজারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শাহেদ মালিক রেজওয়ান (২৩) এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। শনিবার (১২ নভেম্বর) বিকাল সাড়ে ৩ টার দিকে দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের রেলগেটে এ দূর্ঘটনা ঘটে। নিহত শাহেদ শহরের বাসস্ট্যান্ড পাড়ার ব্যবসায়ী সালাউদ্দিনের ছেলে এবং সদর উপজেলার দৌলাতদিয়াড় গ্রামের টেকনিক্যাল কলেজের ছাত্র ছিল।

স্থানীয়রা জানান, মোটরসাইকেল নিয়ে রেজোয়ান রেলবাজারের রেলগেটের কাছে পৌছালে ইজিবাইকের সাথে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যায়। এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জানান, চালকসহ ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আশরাফুল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: