জবি অর্থনীতি বিভাগ অ্যালামনাইয়ের পুনর্মিলনী

   
প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, ১২ নভেম্বর ২০২২

ছবি - প্রতিনিধি

সানাউল্লাহ ফাহাদ, জবি থেকে: ‘আজীবনের বন্ধন প্রাণে প্রাণে স্পন্দন’ এই স্লোগানকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) অর্থনীতি বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের আয়োজনে পুনর্মিলনী-২০২২ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের মুজিব মঞ্চে অর্থনীতি বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক ইস্কান্দার মির্জার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।

অনুষ্ঠানটির উদ্বোধন করেন পিকেএসএফ এর চেয়ারম্যান ড. কাজী খালিকুজ্জামান। এতে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী নুরুল আমিন রুহুল এম.পি, ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ এবং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আজম খান।

এসময় উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের শিক্ষক ও পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম এবং প্রক্টর অধ্যাপক ড.মোস্তফা কামাল। এছাড়াও অর্থনীতি বিভাগ অ্যালামনাই এসোসিয়েশন এর সদস্য ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আশরাফুল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: