বিএনপির চুরি ও দূর্নীতির বিরুদ্ধে অচিরেই খেলা হবে: ওবায়দুল কাদের

ছবি - প্রতিনিধি
আগের কমিটি পূর্ণবহাল রেখেই শেষ হলো ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সম্মেলন। সম্মেলনে আওয়ামীলীগ নেতা-কর্মীদের ডিসেম্বরে প্রস্তত থাকতে বলেছেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিএনপির চুরি ও দূর্নীতির বিরুদ্ধে অচিরেই খেলা হবে। শনিবার বিকেল চারটায় ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সম্মেলনে অনুষ্ঠানের উদ্ধোধক হিসেবে তিনি এই কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, বন্ধবন্ধুর খুনিদের জিয়াউর রহমান পুরষ্কৃত করেছিলো, বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়েছিলো। শুধু তাই নয়, ১৫ আগষ্টের মাস্টারমাইন্ড জিয়াউর রহমান ও ২১ আগষ্টের গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড তারেক রহমান। ফরিদপুরে আমরা বিএনপির অবস্থা দেখেছি, সেখানে শুধু টাকা উড়ে, আকাশে বাতাশে টাকা উড়ে। কারন সেখানে মনোনয়ন বাণিজ্য হহচ্ছে। বস্তায় বস্তায় টাকা নিচ্ছে। বিএনপি ৫ বার দূর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে তাই তারেকের বিরুদ্ধে খেলা হবে।
শনিবার ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন শেখ ফজলুল করিম সেলিম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।
বিশেষ অতিথি ছিলেন মোঃ কামরুল ইসলাম এমপি, আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক পারভিন জামান কল্পনা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আব্দুস সবুর, বাংলাদেশ আওয়ামীলীগের সদস্য মেরিনা জাহান কবিতা এমপি, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের এমপি এবিএম তাজুল ইসলাম, নবীনগরের এমপি এবাদুল করিম বুলবুল ও নাসিরনগরে এমপি ফরহাদুল ইসলাম সংগ্রাম।
আশরাফুল/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: