৫০ নয়, সব ঠিক থাকলে ১০০ দিনও পার করবে: সিয়াম

আবু সালেহ মুসা, নিজস্ব প্রতিনিধি: সুন্দরবনকে জলদুস্য মুক্ত করার অভিযান নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘অপারেশন সুন্দরবন’ মুক্তির ৫০ দিন পূর্ণ হল। এ উপলক্ষ্যে শনিবার বিকেলে কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে কেক কেটে দিনটি উদযাপন করা হয়।
অভিনেতা সিয়াম আহমেদ বলেন, ‘অপারেশন সুন্দরবন’ মুক্তির আগে বেশ এক্সাইটেড ছিলাম। ধারণা করছিলাম, হয়তো ভালোর দিকে যাবে। সেটাই হয়েছে। সিনেমাটির ৫০ দিন চলেছে, সব ঠিক থাকলে ১০০ দিনও পার করবে।
এরপর র্যাবকে ধন্যবাদ দিয়ে সিয়াম আরও বলেন, র্যাব এমন একটি সিনেমার সঙ্গে ছিল, তারা দর্শকদের সেই সুযোগটা করে দিয়েছে। সিনেমাটা সবাই মিলে দেখা যায়। শহর ও গ্রামের দর্শকদের একইভাবে বিনোদিত করে।
এছাড়াও ‘অপারেশন সুন্দরবন’ এর পেছনের গল্প নিয়ে একটি বইয়ের মোড়কও উন্মোচন করা হয়। যেখানে অপারেশন সুন্দরবন সিনেমা নির্মাণের অনেক না বলা গল্প বলা হয়েছে বলে জানানো হয়। বইটির মোড়ক উন্মোচন করেন বরেণ্য অভিনেতা মামুনুর রশিদ।
বইটির মোড়ক উন্মোচন শেষে মামুনুর রশীদ বলেন, ‘পৃথিবীর সব দেশেই ফোর্স নিয়ে ফিকশন হয়। আমাদের দেশে এর দ্বার বন্ধ। আমাদের দেশে সামরীক বাহিনীকে নিয়ে কোনো নাটক সিনেমা করতে পারিনি। আমি অফিসার্স ক্লাবে একটি অনুষ্ঠানে বলেছিলাম, স্বাধীন বাংলাদেশে আমি আমার সেনাবাহিনীর পোশাক পরে অভিনয় করতে পারিনা, কোনো গল্প লিখতে পারিনা। এ সুযোগটা তৈরি হওয়া দরকার।’
অভিনেতা রিয়াজ তার বক্তব্যে বলেন, ‘আজ সিনেমাটি মুক্তির ৫০তম দিনে এখানে দাঁড়িয়ে কথা বলছি। তবে আমি ১০০তম দিনেও এখানে এসে দাঁড়াতে চাই এবং আমার মনে হচ্ছে সেটি সম্ভব হবে।’
অভিনেত্রী নুসরাত ফারিয়া বলেন, ‘অপারেশন সুন্দরবন এমন একটি সিনেমা, যেটা নিয়ে কোনো কন্ট্রোভার্সি নেই, তারপরও সিনেমাটা হিট। আজকে দর্শকদের প্রতিক্রিয়ার ভিডিও দেখে মনে হচ্ছে, এটা লম্বা রেসের ঘোড়া।’
ছবিটির নির্মাতা দীপংকর দীপন বলেন, সিনেমাটির ৫০তম দিনদিকে একটু অন্য দৃষ্টিভঙ্গিতে দেখতে চাই। আমি মনে করি, আজকের দিন একজন নির্মাতার ইন্ডাস্ট্রিতে টিকে যাবার দিন।’
এসময় উক্ত আয়োজনে হাজির ছিলেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তুহিন/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: