সাতক্ষীরায় অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী আটক
প্রকাশিত: ১২:২৭ অপরাহ্ণ, ১৩ নভেম্বর ২০২২

ইমরান হোসেন, সাতক্ষীরা থেকে: সাতক্ষীরার পাটকেলঘাটা থানায় অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী সুকুমার দাসকে আটক করেছে র্যাব। শনিবার (১২ নভেম্বর) রাতে থানার খলিষখালি এলাকা থেকে তাকে আটক করা হয়। সুকুমার দাস (৬৫) খলিষখালি ইউনিয়নের কাঁদাকাটি গ্রামের মৃত. হাজু দাসের ছেলে।
সাতক্ষীরা র্যাব ক্যাম্প জানিয়েছে, একটি ওয়ান শুটার গান ও চার রাউন্ডগুলিসহ সুকুমার দাসকে আটক করা হয়। আটকের পর অস্ত্র আইনে মামলা দিয়ে পাটকেলঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।
পাটকেলঘাটা থানার ডিউটি অফিসার এসআই লিটন জানান, সুকুমার দাসকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
সালাউদ্দিন/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য: