প্রচ্ছদ / বিনোদন / বিস্তারিত

আর্জেন্টিনা নিয়ে হিরো আলমের পরিকল্পনা

   
প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ, ১৩ নভেম্বর ২০২২

দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। নিজের পছন্দের দলের হয়ে গলা ফাটাতে ব্যস্ত হয়ে পড়েছেন সমর্থকরা। বিশেষ করে ব্রাজিল-আর্জেন্টিনার ভক্তদের মাঝে উন্মাদনাটা যেনো একটু বেশিই চোখে পড়ে।

সেই উন্মাদনার পারদ আরেকটু বাড়াতে আসছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। আর্জেন্টাইন ভক্তদের মাতাতে নতুন গান নিয়ে আসছেন তিনি। এ বিষয়ে আলম বলেন, ‘ফুটবল খেলাটা সবসময় আমার ভালো লাগে। সময় পেলেই আমি ফুটবল খেলা দেখি টিভি অথবা মাঠে। এমনও হয়েছে আমি কোথাও শো করতে যাচ্ছি, রাস্তার পাশে ফুটবল খেলা চলছে- এটা দেখে গাড়ি থামিয়ে খেলা দেখেছি। আমি ছোটবেলা থেকেই আর্জেন্টিনার সাপোর্টার। যেদিন আর্জেন্টিনার খেলা থাকে চেষ্টা করি সবকিছু বাদ দিয়ে খেলাটা দেখতে। আমার কাছে মনে হচ্ছে আর্জেন্টিনার জিতবে। সেই আশায় আমি একটি গান র্নিমাণ করছি।’

তিনি আরও বলেন, আমি এর আগে মেসিকে নিয়ে এই গানে কণ্ঠ দিয়েছিলাম। সেই গান আর্জেন্টিনার সাপোর্টার তো ভালোভাবে গ্রহণ করছে। তার পাশাপাশি সবাই ভালো বলেছে। গানটি অনলাইন প্লার্টফর্মে ভাইরাল হয়েছে। আশা করছি এই গানটি সবাই ভালোভাবে নিবে। খেলার মধ্যে গানটি আলোচনায় থাকবে।

হিরো আলম আরও বলেন, খেলার মধ্যে হার-জিত থাকবে। আর তা মেনে নিতে হবে। হারলে তো জিতা যাই। এইটা মাথায় রাখলে কোনো সমস্যা হবে না। আরও একটা জিনিস সময় মাথায় রাখতে হবে আমাদের সবার পরিবার আছে। তাহলে আর কোনো সমস্যা হবে না। সবাই দোয়া করবেন, মেসি এইবার কাপ নিয়ে দেশে যাবে।

জানা গেছে, ‘বিশ্বকাপের উত্তেজনা লাগছে সবার গায়’ শিরোনামে নতুন গানে কণ্ঠ দিয়েছেন হিরো আলম। গীতিকার সুরকার এফ এ প্রিতম ও হিরো আলম। সংগীত আয়োজন করেছে টিউন হাউস। গানটি শিগগিরই অনলাইনে মুক্তি পাবে।

না.হাসান/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: