জয়পুরহাটে বিশ্ব ডায়াবেটিস দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২২, ০৩:১৭ পিএম

‘আগামীতে নিজেকে সুরক্ষায় ডায়াবেটিসকে জানুন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন উপলক্ষে জয়পুরহাট ডায়াবেটিক সমিতি র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে।

জয়পুরহাটের বাবুপাড়ায় অবস্থিত ডায়াবেটিক হাসপাতাল চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। শহর প্রদক্ষিন শেষে হাসপাতাল চত্বরে এসে শেষ হয় র‌্যালিটি। এখানে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জয়পুরহাট ডায়াবেটিক সমিতির সভাপতি সাবেক পৌর মেয়র আব্দুল আজিজ মোল্লা। যুগ্ম সম্পাদক খ. ম আব্দুর রহমান রনির সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সুস্থ্য থাকার জন্য ডায়াবেটিস রোগীদের করণীয় তুলে ধরে বক্তব্য রাখেন সাধরন সম্পাদক আলহাজ্ব বেলায়েত হোসেন লেবু, ডা: মামুন ইসলাম সাগর, ডা: জাকিয়া সুলতানা প্রমূখ। বক্তারা বলেন, সুস্থ্য থাকার জন্য ডায়াবেটিস সম্পর্কে সচেতনতার বিকল্প নেই। তাই ডায়াবেটিস সম্পর্কে সচেতন থাকা ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহবান জানানো হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: