প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

কেরানীগঞ্জে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে চলছে ভবন নির্মাণ

   
প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, ১৪ নভেম্বর ২০২২

নাসির উদ্দিন টিটু, কেরানীগঞ্জ (ঢাকা) থেকে: ঢাকার কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের চরকুতুব এলাকায় জনগণের চলাচলের ব্রিজের উপর বেড়িকেট যান চলাচল বন্ধ করে দিয়ে ও রাস্তায় বাশ খুটি বসিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে চলছে বিল্ডিং এর ছাদ ঢালাইয়ের কাজ। আর এতে ভোগান্তিতে পড়েছে এই রাস্তা দিয়ে নিয়মিত চলাচলকারী অন্তত কয়েক হাজার বাসিন্দা। এছাড়া বিল্ডিংয়ের পাশেই চরকুতুব জামে মসজিদ ও চরকুতুব উচ্চ বিদ্যালয়ের কোমলমতি ছাত্র-ছাত্রীদের যাতায়াত অসুবিধা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন একাধিক শিক্ষার্থীর অভিভাবক।

সোমবার (১৪ নভেম্বর) দুপুরে সরজমিনে গিয়ে দেখা যায়, চরকুতুব জামে মসজিদের পাশেই এক শতাংশ জায়গার মধ্যে স্থানীয় ফাইজুর রহমান নামে এক ব্যক্তি ছয়তলা একটি বিল্ডিং তৈরি করছে, এখন চলছে এর ছাদ ঢালাই এর কাজ। ছাদ ঢালাইয়ের জন্য সেন্টারিং এর খুঁটি রাস্তার মধ্যে বসিয়ে রাস্তায় রিকশা চলাচল বন্ধ করে দিয়েছে। এতে করে কৈবর্তপাড়া, চরকুতুব কালিগঞ্জ বাজার ও গুদারাঘাট পোশাক পল্লীর কয়েক হাজার লোকজনের চলাচলে ব্যাপক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। এছাড়া কৈবর্ত্যপাড়া এলাকার অন্তত বিশ হাজার লোকের বসবাস এবং তাদের জীবিকার সন্ধানে প্রতিদিন বিভিন্ন স্থানে যাওয়ার জন্য এই একটি মাত্র রাস্তায় ব্যবহার করতে হয়। এতে করে তারা চরম ভোগান্তিদের মধ্যে পড়েছে।

কৈবর্ত্য পাড়ার বাসিন্দা শাহিন হোসেন জানান, এই রাস্তাটি দিয়ে দিনে রাতে সব সময় রিক্সা ও ভ্যান গাড়ি ছোটখাটো মালামাল নিয়ে চলাচল করে। ভবন তৈরির জন্য রাস্তাটি বন্ধ করায় এলাকাবাসীর চলাচলে অনেক অসুবিধা হচ্ছে। এলাকার বাসিন্দারা বেশিরভাগই গার্মেন্টস ব্যবসায়ী এবং তাদের বাসা বাড়িতে গার্মেন্টসের বিভিন্ন তৈরি পোশাক আনা নেওয়ার কাজ করে। রাস্তা বন্ধ থাকায় ২ দিন যাবত এখানে মালামাল আনা নেওয়া বন্ধ রয়েছে।

চর কুতুব এলাকার বাসিন্দা ইমরান হোসেন জানান, মাত্র এক শতাংশ জায়গার মধ্যে ছয়তলা বিল্ডিং এর কাজ করছে। এখানে কোন প্রকার পাইলিং ও রাজউক এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের কোন অনুমোদনই নেয়া হয়নি। এছাড়া অল্প জায়গায় ভবন তৈরি করতে গিয়ে রাস্তার ওপর ছাদের অনেকটা অংশ চলে এসেছে। আশেপাশের সমস্ত রাস্তা ৭/৮ ফিট চওড়া হলেও এই ভবনটি তৈরি হলে এখানকার রাস্তা মাত্র চার ফিটে নেমে আসবে এতে করে এ রাস্তা দিয়ে রিকশা চলাচল অসম্ভব হয়ে পড়বে।

এ বিষয়ে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান জানান, জনগণের চলাচলের রাস্তায় বিঘ্ন ঘটিয়ে বা ভোগান্তি সৃষ্টি করে কোন কাজ করা যাবে না, সে যত প্রভাবশালী হোক না কেন। বিষয়টি আমি মাত্র জানলাম,এখানে আইনের ব্যতয় ঘটিয়ে কোন প্রকার অবকাঠামো তৈরি করলে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: