দুই বছরের জন্য নিষিদ্ধ রোমান সানা

ফাইল ছবি
বাংলাদেশের অন্যতম সেরা আর্চার রোমান সানাকে ২ বছরের জন্য নিষিদ্ধ করেছে আর্চারি ফেডারেশন। শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে এই নিষেধাজ্ঞা দেয়া হয়। বাংলাদেশ আর্চারি ফেডারেশন থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সোমবার (১৪ নভেম্বর) ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন চপল বিষয়টি নিশ্চিত করেছেন।
আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক গণমাধ্যমকে বলেন, শৃঙ্খলাজনিত কারণে কার্যনির্বাহী কমিটি এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। রোমান আগামী ২ বছর জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে বিরত থাকবে। সে যাতে এই সময় ব্যক্তিগত অনুশীলন করতে পারে সেজন্য প্রয়োজনীয় অনুশীলন যন্ত্রপাতি দেয়া হয়েছে।
টঙ্গীস্থ শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে অনুশীলন ক্যাম্পে রোমান সানার শৃঙ্খলা ভঙ্গের প্রমাণ পেয়েছে ফেডারেশন। জানা যায়, ভিডিওর ভিত্তিতে তাকে শোকজ করা হয়েছে। নিজের ভুল স্বীকার করে ভবিষ্যতে পুনরাবৃত্তি না হওয়ার অঙ্গীকার করেন রোমান। ফেডারেশন নির্বাহী সভার প্রথম আলোচ্যসূচি ছিল রোমানের শৃঙ্খলা ভঙ্গ এবং শোকজের উত্তর। সেই সভায় উপস্থিত অনেকে রোমানকে আজীবন ও দীর্ঘমেয়াদে শাস্তি প্রদানের কথা বলেছিলেন।
নিষেধাজ্ঞার ব্যাপারে সংবাদমাধ্যমকে রোমান সানা বলেছেন,আমি তো শোকজের উত্তরে নিজের আচরণে কারণে ক্ষমা চেয়েছিলাম। আসলে মাঝে মধ্যে মাথা গরম হয়ে যায়। এখন স্যারদের সঙ্গে কথা বলে দেখি। নিষিদ্ধ হলে তো কিছুই করা যাবে না।
উল্লেখ্য, রোমান সানা দেশের এক নম্বর আর্চার। তিনি ২০২০ টোকিও অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছিলেন।
নাঈম/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: