গণতন্ত্র মঞ্চের সঙ্গে বিএনপির সংলাপ শুরু

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২২, ০২:১২ পিএম

বিএনপির সঙ্গে আলোচনা করতে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে গেছেন সাতদলীয় গণতন্ত্র মঞ্চের সিনিয়র নেতারা। মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে তারা গুলশানে পৌঁছান। গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে আ স ম রব, মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জোনায়েদ সাকি, শেখ রফিকুল ইসলাম বাবলুসহ অন্য নেতারা উপস্থিত রয়েছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটে গণতন্ত্র ফোরামের সঙ্গে বিএনপির আলোচনা শুরু হয়। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত রয়েছেন।

গণতন্ত্র মঞ্চের নেতারা জানান, মূলত বর্তমান সরকারের পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন, ক্ষমতা এবং নির্বাচনের পর রাষ্ট্র সংস্কারের বিষয়টি আলোচনায় প্রাধান্য পাবে। এই ইস্যুগুলোতে বিএনপির অবস্থান জানতে চাইবেন তারা।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: