আহত র‍্যাব সদস্যের অস্ত্রোপচার শেষে যা বললেন চিকিৎসক

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২২, ০২:৪৭ পিএম

বান্দরবানের তমব্রু সীমান্ত এলাকায় র‌্যাব ও ডিজিএফআই-এর যৌথ মাদকবিরোধী অভিযানে আহত র‌্যাব সদস্য সোহেল বড়ুয়া (২৭) কে মঙ্গলবার (১৫ নভেম্বর) ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ডিএমসি) হাসপাতালে আনা হয়। তার মাথায় অস্ত্রোপচারের পর চিকিৎসক জানিয়েছেন তিনি আশঙ্কামুক্ত।

ঢামেক হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের ব্লু ইউনিটের সহযোগী অধ্যাপক ডা. মোঃ ফজলে এলাহী (মিলাদ) বলেন, ভোর ৫টার দিকে সোহেল বড়ুয়ার অপারেশন করি। তার মাথায় প্রচুর রক্ত ​​জমাট বেঁধেছিল। সেটি অপারেশন করে বের করা হয়েছে। সিটি স্ক্যান করা হয়েছে। রিপোর্টে দেখা গেছে তার অস্ত্রোপচার সফল হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, অভিযান পরিচালনার সময় মাদক চোরাকারবারিদের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে মাদক চোরাচালানকারীদের গুলিতে দায়িত্বরত অবস্থায় ডিজিএফআই’র একজন কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন র‌্যাবের এক সদস্য।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: