লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে মাসিক আইন-শৃঙ্খলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো. ইসমাইল হোসেন, মানিকছড়ি (খাগড়াছড়ি) থেকে: সেনাবাহিনীর ৩২ ফিল্ড রেজিমেন্ট লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে জোন সদরে মাসিক সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এ এইচ এম জোবায়ের, পিএসসি, জি’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জোনের উপ-অধিনায়ক মেজর মো: মাহমুদুন্নবী, পিএসসি, ক্যাপ্টেন এস.এম. মাহমুদ হাসানসহ সামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবুল চৌধুরী, ভাইস চেয়ারম্যান রাজু চাকমা, সুমনা চাকমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আতাউর রহমান, থানার ওসি (তদন্ত) সমির সরকার, উপজেলা বিএনপির সভাপতি মো. ফোরকান হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিল্লাহ হোসেন ব্যাপারী, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, সাংবাদিক, হেডম্যান কার্বারীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় লক্ষ্মীছড়ি কমান্ড লেফটেন্যান্ট কর্নেল এ এইচ এম জোবায়ের, পিএসসি, জি, বলেন, জোনের আওতাধীন এলাকায় শান্তি-সম্প্রীতি ও সহাবস্থান বজায় থাকলে এলাকার উন্নয়ন দ্রুত গতিতে এগিয়ে যাবে। তাই অত্র এলাকার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতার কামনা করেন। সেই সাথে যারা শান্তি-সম্প্রীতি নষ্টের চেষ্টা করবে তাদেরকে ছাড় দেয়া হবে না বলে হুমিয়ারি দেন তিনি।
সালাউদ্দিন/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: