প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত

১২০ টাকায় লোক ভাড়া করে সমাবেশ করছে বিএনপি: আমু

   
প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, ১৫ নভেম্বর ২০২২

ছবি - সংগৃহীত

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, বিএনপি ১২০ টাকায় লোক ভাড়া করে গণসমাবেশ করছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুর ১২টায় ঝালকাঠি সদর উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে ডিজিটাল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আমির হোসেন আমু বলেন, তারা যেসব দেশের দূতাবাসে গিয়ে প্রতিবাদ করেছেন সেসব দেশে নির্বাচনের নিয়ম অনুযায়ী আগামী সংসদ নির্বাচন হবে। পেট্রল বোমা মেরে আন্দোলনে সফল হওয়া যায় না। সমাবেশ করে যদি কেউ মনে করে আওয়ামী লীগ কচুপাতার ওপর পানির মতো একটি সংগঠন, সেটা ভুল।

তিনি বলেন, টাকা দিয়ে লোক ভাড়া করে বিএনপির সবগুলো গণসমাবেশে যে লোক হয়েছে, তার চেয়ে কয়েকগুণ বেশি লোক হয়েছে ঢাকায় যুবলীগের সমাবেশে। সুতরাং আওয়ামী লীগের সমাবেশ হলে তো কথাই নেই। আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে এবং সে নির্বাচনেও আওয়ামী লীগ জয়লাভ করবে।

আশরাফুল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: