মঞ্চে উপস্থাপিকার পোশাক নিয়ে মীর সাব্বিরের ‘অশ্লীল’ মন্তব্য

‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ ২০২২’ এর মঞ্চে অভিনেতা মীর সাব্বিরের করা একটি মন্তব্য নিয়ে অভিযোগ তুলেছেন অনুষ্ঠানটির উপস্থাপিকা ইসরাত পায়েল। সেই অনুষ্ঠানের ওই অংশটুকুর ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
যেখানে দেখা গেছে, মঞ্চ থেকে নেমে যাচ্ছেন অভিনেতা মীর সাব্বির। ঠিক তখন পেছন থেকে তাকে ডেকে থামান উপস্থাপিকা ইসরাত পায়েল। ফিরে আসার পর পায়েল বলেন, ‘বরিশালের আঞ্চলিক ভাষায় কোনো নাটকের একটি সংলাপ শুনতে চাই।’ মাইক্রোফোন হাতে নিয়ে মীর সাব্বির বলেন—‘আমার নাটকের সংলাপ মনে থাকে না।’ তারপর খানিকটা সময় নিয়ে এ অভিনেতা বরিশালের আঞ্চলিক ভাষায় পায়েলকে উদ্দেশ্য করে বলেন, ‘এই মাতারি তুমি এইরহম উদলা গাইয়ে দাঁড়ায় আছো কিয়ের লাইগ্যা।’
এ সংলাপ শেষ হওয়ার পরপরই হাসতে থাকেন পায়েল। মঞ্চের সামনে বসা অতিথিরাও সমস্বরে হেসে উঠেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও ক্লিপে এমন দৃশ্য দেখা যায়। মঞ্চে বিষয়টি হেসে উড়িয়ে দিলেও মীর সাব্বিরের এই সংলাপ নিয়ে আপত্তি তুলেছেন পায়েল। এক ভিডিও বার্তায় মীর সাব্বিরের এই সংলাপকে ‘কুরুচিপূর্ণ’ বলে মন্তব্য করেছেন পায়েল।
এ ভিডিওতে পায়েল বলেন—‘গত ১১ নভেম্বর ‘মিসেস ইউনিভার্স ২০২২’-এর গ্র্যান্ড ফিনালে ছিল। সেই অনুষ্ঠানটি আমি সঞ্চালনা করছিলাম। সেই মঞ্চের বিচারকের চেয়ারে অনেক বিজ্ঞ বিজ্ঞ ব্যক্তি ছিলেন। তাদেরই একজন ছিলেন মীর সাব্বির ভাই। এক পর্যায়ে আমি তাকে মঞ্চে ডাকি বিচারকের জায়গা থেকে কিছু শেয়ার করার জন্য। মঞ্চে আসার পর নানা বিষয়ে কথা বলেন। শেষের দিকে মূলত এই মন্তব্য করেন তিনি।’
আন্তর্জাতিক মানের এই একটি মঞ্চে এমন মন্তব্য খুবই দুঃখজনক বলে মনে করেন পায়েল। তার ভাষায়—‘আন্তর্জিক মানের এই মঞ্চে প্রতিযোগীরা পশ্চিমা পোশাকে র্যাম্পে হেঁটেছেন। আমিও ওয়েস্টার্ন আউটফিট পরে অনুষ্ঠানটি সঞ্চালনা করেছি। আর সেই মঞ্চে এমন মন্তব্য মেনে নেওয়ার মতো না। আমি বুঝতে পারছি না উনি কি বুঝে বলেছেন, নাকি এক্সসাইটমেন্ট থেকে এটা বলে ফেলেছেন! যেভাবেই বলুক না কেন আমাকে অন্তত একবার সরি বলতে পারতেন।’
মীর সাব্বিরকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে পায়েল বলেন—‘মীর সাব্বির ভাই, আপনি যদি আমার এই ভিডিও দেখে থাকেন অবশ্যই বিষয়টি ক্লিয়ার করবেন। আপনার যদি নারীর পোশাক নিয়ে আপত্তি থাকে সেটা আপনি আপনার পরিবারের ওপর প্রয়োগ করতে পারেন। অন্যদের পোশাক নিয়ে নাক না গলানোই উচিত হবে।’
না.হাসান/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: