বাসাইলে নবাগত ইউএনও পাপিয়া আক্তার

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২২, ০১:০৫ পিএম

টাঙ্গাইলের বাসাইলে নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদান করেছেন পাপিয়া আক্তার। সোমবার (১৪ নভেম্বর) পাপিয়া আক্তার বাসাইল উপজেলার ২৭ তম উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদান করেন।

পাপিয়া আক্তার ৩৪ তম বিসিএস এর মাধ্যমে প্রশাসনিক ক্যাডারে নিয়োগ লাভ করেন। তিনি ঢাকা ইডেন মহিলা কলেজ হতে হিসাব বিজ্ঞানে স্নাতক (সম্মান) ও স্নাতকত্তোর ডিগ্রি লাভ করেন। তার নিজ বাড়ি কুমিল্লায়। বাসাইলে আসার পূর্বে তিনি ঢাকা বিভাগীয় কার্যালয়ের সিনিয়র কমিশনার হিসাবে কর্মরত ছিলেন।

নবাগত উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তার বলেন, আমি বাসাইলের সার্বিক উন্নয়নে পাশে থাকতে চাই। বাল্যবিবাহ, মাদক, ইভটিজিং সহ নানা ধরনের অপরাধ ও দুর্নীতি দমনে আমি সর্বদাই কাজ করে যাবো। এছাড়া সরকারি নানাবিধি কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করতে চাই। এজন্য সচেতন নাগরিক, পেশাজীবি, সাংবাদিকসহ সর্বস্তরের সকলের সহযোগিতা কামনা করছি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: