মেহেরপুরে আবারও বোমা সদৃশ্য বস্তু উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের শালদহ গ্রামের এক শিক্ষকের বাড়ির গেট থেকে লাল কস্টেপ দিয়ে মোড়ানো ১টি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শালদহ গ্রামের বাসিন্দা ও এ এস আরবি (শালদহ) মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জিনারুল ইসলামের বাড়ির গেট থেকে স্থানীয় হেমায়েতপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা বোমা সদৃশ্য বস্তুটি উদ্ধার করে।
রাইপুর ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বর) সারগিদুল ইসলাম জানান, বুধবার (১৬ নভেম্বর) ভোরের দিকে স্থানীয় মুসল্লিরা মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় জিনারুল ইসলামের বাড়ির গেটের সামনে বোমার আকৃতি বস্তুটি দেখতে পায়।
পরে হেমায়েতপুর ক্যাম্পের পুলিশ খবর পাওয়ার পর সেটি উদ্ধার করে নিয়ে যায়। কি কারণে এটি রেখে গেছে, তা কেউ বুঝতে পারছেনা। তবে ধারণা করা হচ্ছে,জিনারুল মাস্টারকে হুমকি দিতে হয়তো কোন সন্ত্রাসী চক্র এটি রেখে যেতে পারে।
সালাউদ্দিন/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য: