ডেঙ্গুতে তরুণ ক্রিকেটারের মৃত্যু

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে রাব্বি গাছি (২০) নামের এক তরুণ ক্রিকেটারের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকার সেন্ট্রাল হাসপাতালে তার মৃত্যু হয়। মাদারীপুরের শিবচর উপজেলায় কুতুবপুর ইউনিয়নের বড় বেশবপুর গ্রামের জাহাঙ্গির গাছির একমাত্র ছেলে।
রাব্বি গাছি উপজেলার তিনি ঢাকা কলেজে বিজ্ঞান বিভাগের উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।পারিবারিক সূত্রে জানা গেছে, গত সপ্তাহে রাব্বির জ্বর হলে শিবচরের একটি হাসপাতালে ভর্তি হয়। পরে টেস্টে ডেঙ্গু ধরা পড়লে গত ৯ নভেম্বর তাকে ঢাকার সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করে তার পরিবার।
রাব্বির পরিবার জানান, ক্রিকেট খেলার প্রতি প্রবল ঝোঁক ছিল রাব্বির। ২০১৯ সালে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) বয়সভিত্তিক ক্রিকেট বালক দলে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল এবং খেলায় অংশ নিতে সুইজারল্যান্ড গিয়েছিল রাব্বি। এছাড়া ক্রিকেট খেলতে ভারতও সফর করেছিল দলের সঙ্গে।
স্থানীয়রা জানান, ছেলেটি খেলাধুলা নিয়েই থাকতো। বাড়িতে এলে এলাকার ছেলেদের নিয়ে খেলাধুলা করতো। দুইবার বিদেশে গিয়েও খেলেছে। রাব্বির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে একমাত্র ছেলেকে হারিয়ে প্রায় বাকরুদ্ধ তার পরিবারের সদস্যরা। রাব্বির বাবা জাহাঙ্গীর গাছি বলেন, আমার ছেলে খেলাধুলায় ভালো ছিল। ঘরভর্তি নানান ট্রফি পড়ে আছে। অথচ আমার রাব্বি নাই!
রব্বির চাচাতো ভাই সাংবাদিক হায়দার আলী বলেন, গত সপ্তাহে রাব্বির ডেঙ্গু ধরা পড়লে ঢাকায় হাসপাতালে ভর্তি করা হয়।গতকাল আমি তাকে হাসপাতালে দেখতে যাই। রাতে সে মারা গেছে। আমরা সবাই ওর জন্য শোকাহত। বুধবার দুপুর ২টার দিকে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তুহিন/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: