প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত

মানুষের হাতে টাকা আছে, এখন সবাই ঘুরতে চায়: তথ্যসচিব

   
প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, ১৬ নভেম্বর ২০২২

ছবি - সংগৃহীত

তথ্য ও সম্প্রচার সচিব হুমায়ুন কবীর খোন্দকার বলেছেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন হওয়ার কারণে জনগণের হাতে টাকা আছে, তাই এখন সবাই ঘুরতে চাই। আজ বুধবার (১৬ নভেম্বর) সচিবালয়ে ‘বাংলাদেশের পর্যটন’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এসময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ উপস্থিত ছিলেন।

তথ্যসচিব বলেন, আমাদের দেশের জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি এবং মানুষের হাতে টাকা আছে। আমাদের মাথাপিছু আয় এবং টোটাল অর্থনীতির যে অগ্রগতি হয়েছে তাতে আমাদের হাতে টাকা আছে। মানুষ এখন ঘুরতে চায়। তিনি বলেন, ‘বাংলাদেশের পর্যটন’ বইটি মানুষের জন্য অনেক উপকারী হবে।

তিনি বলেন, আমি মনে করি মানুষ যে আমাদের পর্যটন স্থানগুলো দেখবেন, জ্ঞান অর্জন করবেন শুধু তাই নয়; এই বই আমাদের অর্থনীতিতে বড় ধরনের সহায়ক হিসেবে কাজ করবে। তথ্যসচিব বলেন, পর্যটন নিয়ে আমাদের বেশি প্রচার করতে হলে এ ধরনের বইয়ের প্রয়োজন রয়েছে।

আশরাফুল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: