বগুড়ায় ভটভটির ধাক্কায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু

বগুড়ার আদমদীঘিতে সড়ক পারাপারের সময় ভটভটির ধাক্কায় জুনায়েদ আলী (১০) নামের এক মাদ্রাসা পড়ুয়া ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) বেলা ১২ টার দিকে উপজেলার সোনালী ব্যাংকের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। জুনায়েদ নওগাঁর রানীনগর উপজেলার মধুপুর গ্রামের ব্যবসায়ী বাবু মিয়ার ছেলে ও স্থানীয় এক আলীম মাদ্রাসার ছাত্র। বাবু দীর্ঘদিন যাবত আদমদীঘি সদরে বাসা ভাড়া নিয়ে ব্যবসা করেন।
পুলিশ জানায়, বুধবার বেলা ১২ টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকায় সোনালী ব্যংকের সামনে সড়ক পার হচ্ছিল জুনায়েদ। এ সময় একটি নছিমন (ভটভটি) তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। তাকে প্রথমে আদমদীঘি এবং পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, ঘাতক ভটভটিসহ চালক আলমগীরকে আটক করা হয়েছে। নিহত ছাত্রের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।
শাকিল/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: