‘ছাত্রলীগের নেতাকর্মীরা উত্তম চরিত্রের অধিকারী হতে হবে’

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২২, ১১:১৯ পিএম

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য এড.আবুল হাসেম খান এমপি বলেছেন, ছাত্রলীগের প্রত্যেকটি নেতাকর্মীকে উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। তাদেরকে বিনয়ী, সদালাপী, মেধাবী এবং দেশপ্রেমের আদর্শে উজ্জীবিত হতে হবে। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি রাজনীতির মাঠে তাদেরকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভবিষ্যতের উন্নত সমৃদ্ধ বাংলাদেশের উন্নত নাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে হবে।

বুধবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি ডিগ্রি কলেজের মাঠে কুমিল্লার বুড়িচং উপজেলার ২ নং বাকশীমূল ইউনিয়নের ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। তিনি আরো বলেন, অছাত্র ও মাদক সংশ্লিষ্ট অভিযুক্তদের কারও ছাত্রলীগে জায়গা হবে না। মাদক মুক্ত সমাজ গঠনে ছাত্রলীগকে জাতির জনকের আদর্শ বাস্তবায়নে সদা জাগ্রত থাকতে হবে। ছাত্রলীগের অবৈধ ফেসবুক ঘোষণা কমিটিতে না থেকে মূল কমিটিতে আসার জন্য সকল ছাত্রকে আহ্বান করেন।

বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সেই লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সচেষ্ট থাকতে হবে। একই সাথে স্বাধীনতাবিরোধী- যুদ্ধাপরাধী, জামাত-শিবির চক্রের সকল চক্রান্ত সম্পর্কে সজাগ থাকতে হবে। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বুড়িচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আখলাক হায়দার, জাতীয় বিশ্বাবিদ্যালয়ের সিনেট সদস্য ও সোনার বাংলা কলেজের অধ্যক্ষ আবু ছালেক মোঃ সেলিম রেজা সৌরভ, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সদস্য আবদুছ ছালাম বেগ, বুড়িচং উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জি.এম জাকারিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এড.রেজাউল করিম খোকন, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের মেম্বার মশিউর রহমান খান।

উক্ত সম্মেলন অনুষ্ঠানে ছাত্রলীগের নেতা ইঞ্জি.মারুফ হোসেন পলকের সভাপতিত্বে উদ্ভোধক ছিলেন, বুড়িচং উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান আহমেদ সুমন ও স্বাগত বক্তব্য রাখেন শাহ পরাণ মাঞ্জন। সম্মানিত মেহমান হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু তৈয়ব অপি, আ'লীগের যুগ্ম সম্পাদক উপাধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন, উপজেলা কৃষকলীগের সভাপতি খোরশেদ আলম ঠিকাদার, জেলা সেচ্ছাসেবক লীগের নেতা এড.আব্দুল আলীম, ষোলনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ বিল্লাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জি.বাছির খান।

উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনায় করেছেন ছাত্রলীগের নেতা শরীফুল ইসলাম ও কামরুল হাসান হিরা। এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের নেতা রাসেল আখন্দ, মিন্টু, রিপন, শুভ, সানি, সজল, কাউছার, আল ইমরান, জাহিদ, জিলানী, সাওম, সুফিয়ান, নিলয়, আক্তার, আশিক, সালাউদ্দিনসহ আরও অনেকে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: