প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

এহসানুল হক মিয়া

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শহিদুল ইসলাম

   
প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, ১৬ নভেম্বর ২০২২

ফরিদপুরের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হলেন মধুখানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম। বুধবার (১৬ নভেম্বর) ফরিদপুর পুলিশ লাইন্স হল রুমে জেলা পুলিশের কল্যাণ ও অপরাধ সভায় ফরিদপুর পুলিশ সুপার মো. শাহজাহান বিপিএম-সেবা তাঁকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে ঘোষণা করেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো.শাহজাহান উপস্থিত সকলকে পেশাদারিত্বের সাথে কাজ করার আহবান জানান। শৃঙ্খলা বজায় রেখে দেশপ্রেমিক পুলিশ সদস্যগণ দেশ ও জনগণের সেবায় নিবেদিত থাকবে সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। এসভায় ফরিদপুর জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ সকল থানার অফিসার ইনচার্জগণ, তদন্ত কেন্দ্র ও ফাঁড়ির ইনচার্জগণ এবং বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

এদিকে মধুখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, মধুখালী থানার সকল সদস্যদের সার্বিক সহযোগিতার কারণেই এ সফলতা। মধুখালিবাসীর সেবায় আমাদের এ চেষ্টা অব্যাহত থাকবে।

শাকিল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: