ভালুকায় ডিবির হাতে ৯০০ পিছ ইয়াবাসহ গ্রেফতার ১

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২২, ০৪:১৯ পিএম

ময়মনসিংহের ভালুকায় জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৯০০পিছ ইয়াবাসহ এস.এম মামুন (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ভালুকা মডেল থানায় মামলা দিয়ে আদালতে সোপর্দ করেছে।

গোপন সংবাদরের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোঃ শফিকুল ইসলামের নির্দেশে এসআই (নিঃ) মোঃ আজগর আলী সংগীয় অফিসার ফোর্সসহ ময়মনসিংহ জেলার ভালুকা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে এ বুধবার (১৬ নভেম্বর) মধ্য রাতে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া মধ্যপাড়া জনৈক একরাম এর বাসার ভাড়াটিয়া কক্সবাজার জেলার টেকনাফ থানার কাইয়ুকখালিপাড়া (কেকেপাড়া) এলাকার মৃত ছব্বির আহম্মেদের ছেলে বর্তমানে একই উপজেলার আবুল কাশেমের পালক ছেলে মাদক ব্যবসায়ী এস.এম মামুন (৩৬)কে ৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। পরে তাকে ভালুকা মডেল মাদক মামলা দায়ের করে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: