লামায় ৬ বছরের শিশু যৌন নিপীড়নের ঘটনায় হোস্টেল সুপার জেলে

বান্দরবানের লামায় ৬ বছরের এক শিশুকে যৌন নিপিড়নের ঘটনায় শৈলেন্দু বড়ুয়া (৪৫) নামে এক ব্যক্তিকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে ভিকটিম ও আসামীকে লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হলে আদালত ভিকটিমের ২২ ধারায় জবানবন্দি নেয় এবং আসামীকে জেল হাজতে প্রেরণ করেন।
আটক শৈলেন্দু বড়ুয়া পার্শ্ববর্তী চকরিয়া উপজেলার বমু বিলছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ড মিশন পাড়ার মৃত খেমাখেজুর বড়ুয়ার ছেলে এবং লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড ‘লুলাইং হেডম্যান পাড়া এ্যাডভান্টিজ হোস্টেল’ সুপার।
যৌন নিপিড়নের ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে বুধবার লামা থানায় মামলা নং ১১ দায়ের করেন। থানা মামলাটি আমলে নিয়ে বৃহস্পতিবার লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠালে আদালত জিআর মামলা ১৫৮/২২ মূলে আমলে নেয়। এদিকে ভিকটিমের ২২ ধারায় জবানবন্ধি শেষে শিশুটিকে পরিবারের জিম্মায় দেয় আদালত।
এজাহার সূত্রে জানা যায়, শিশুটি উপজেলার গজালিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড লুলাইং হেডম্যান পাড়া এ্যাডভান্টিজ হোস্টেলে থেকে লেখাপড়া করত। আসামী উক্ত হোস্টেলের পরিচালক ও সুপার। গত ৩ নভেম্বর ২০২২ ইং রাতে ভিকটিম হোস্টেলে ঘুমানোর পর আসামী উলঙ্গ হয়ে রাত ১১টায় তার বিছানায় আসে ও মেয়ের গোপন অঙ্গে হাত দেয়। একপর্যায়ে মেয়ের ঘুম ভেঙ্গে যায়। এসময় মেয়েটির চিৎকার দিলে অন্যান্য শিশুরা এগিয়ে আসলে সে সরে যায়। গত ৭ নভেম্বর ভিকটিমের বাবা হোস্টেলে গেলে মেয়েটি কান্না করে বাবার সাথে চলে আসে এবং মাকে বিষয়টি বলে।
এদিকে শৈলেন্দু বড়ুয়ার স্ত্রী মিরা বড়ুয়া বলেন, ২০০২ সালে তার স্বামী হোস্টেলটি শুরু করেন। ২০১৪ সাল থেকে আবাসিক ভাবে হোস্টেল কার্যক্রম শুরু করেন। এই পশাৎপদ পিছিয়ে পড়া শিশুদের লেখাপড়ার দায়িত্ব নেয়। শৈলান্দু বড়ুয়া লুলাইং বাজার এলাকায় ২৫ একর জায়গার উপর হোস্টেল, বাগান ও মৎস্য খামার করেন। তাকে সরিয়ে দিতে পারলে এই বিশাল সম্পদ কিছু লোক দখলে নিতে পারবে বলে এই ষড়যন্ত্র করে। তার স্বামী ষড়যন্ত্রের শিকার। আইডি কার্ড মতে তার বয়স ৬৫ বছর।
জানা যায়, লুলাইং হেডম্যান পাড়া এ্যাডভান্টিজ হোস্টেলে ৪৬ জন নৃ-গোষ্ঠি সম্প্রদায়ের শিশু রয়েছে। তারমধ্যে ১৩ জন মেয়ে এবং ৩৩ জন ছেলে।
সালাউদ্দিন/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: