প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

মো: মিজানুর রহমান

ঝিনাইদহ প্রতিনিধি

হরিণাকুন্ডেু মুক্তিযোদ্ধা কমান্ডারের ভাতিজার মরদেহ উদ্ধার

   
প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, ১৭ নভেম্বর ২০২২

প্রতীকী ছবি

ঝিনাইদহের হরিণাকুন্ডেু জসীম (৩৫) নামে মুক্তিযোদ্ধা কমান্ডারের ভাতিজার মরদেহ উদ্ধার। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে ভালকী বাজার সংলগ্ন একটি মেহগনি বাগানে মরদেহটি দেখতে পায় কৃষকরা। জসীম হরিণাকুন্ডু উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মহি উদ্দীনের ভাতিজা ও হরিণাকুন্ডু উপজেলার কাপাশাটিয়া ইউনিয়নের ভালকী গ্রামের নবীজ উদ্দীনের ছেলে।

নিহত জসীমের চাচাত ভাই নাজিম জানান, বুধবার রাত ১০ টার দিকে জসীম বাড়ীর বাহিরে হাটতে যায়। এরপর বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে কৃষকরা মাঠে কাজ করতে যাওয়ার সময় পাশের মেহগনি বাগানের মধ্যে জসীমের মরদেহ তার দিয়ে বাধা অবস্থায় দেখতে পায়। পরে পরিবারের লোকজন পুলিশকে খোবর দেয়। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। জসীম দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে এসে কৃষি কাজ করতো। জসীমের এক ছেলে ও এক মেয়ে আছে বলে তিনি আরো জানান।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: