পীরগাছায় মুরগীর শেডে আগুন লেগে ১৫০০ ব্রয়লারের বাচ্চা পুড়ে ছাই

রংপুরের পীরগাছায় মুরগীর শেডে বৈদ্যুতিক আগুন লেগে এক হাজার ৫০০ ব্রয়লারের বাচ্চা পুড়ে ছাই হয়ে গেছে। এতে মুরগীর বাচ্চা ও দুটি ঘর সহ ৩লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবার। ঘটনাটি বুধবার (১৬ নভেম্বর) রাত ৯.৩০ মিনিটে অনন্তরাম (মেথনাপাড়া) গ্রামের আব্দুস সালাম মোল্লার ছেলে মজনু মোল্লার বাড়িতে ঘটে। পরে উপজেলা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা গিয়ে ৩০মিনিটের ব্যবধানে আগুন নেভাতে সক্ষম হন। কিন্তু আগুন দ্রুত ছড়ানোর কারণে ততক্ষণে দুটি ঘর ও এক হাজার ৫০০ ব্রয়লারের বাচ্চা পুড়ে ছাই হয়ে যায়।
জানা যায়, ৫ দিন আগে এক হাজার ৫০০ ব্রয়লারের বাচ্চা লালন-পালন করার জন্য কাজী ফার্ম থেকে চুক্তির মাধ্যমে নেন বাড়ির মালিক মজনু মোল্লা। ৫দিনের মাথায় বুধবার রাত ৯.৩০মিনিটে বৈদ্যুতিক আগুন লেগে বাচ্চাগুলো পুড়ে যায়। এতে ৩লক্ষ টাকার সমপরিমাণ ক্ষতি হয়েছে বলে জানান মজনু মোল্লার স্ত্রী ছামছুন্নাহার বেগম। তিনি জানান, কিছু বুঝে উঠার আগে শেডে আগুন লেগে এক হাজার ৫০০ বাচ্চা পুড়ে ছাই হয়ে যায়। একটা বাচ্চাও বাঁচেনি। আমরা নিঃস্ব হয়ে গেলাম। বড় আশা করে মুরগীর ফার্ম দিয়েছিলাম। আগুনে পুড়ে সব ছাই হয়ে গেলো।
ক্ষতিগ্রস্ত মজনু মোল্লার ছেলে উপজেলা ফায়ার সার্ভিসের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, ফায়ার সার্ভিস দেরি করে আসাতে বাচ্চাগুলো সব পুড়ে যায়। তিনি আরও বলেন, ঘরে বাচ্চাগুলোর জন্য ফিড রাখা ছিল দুই বস্তা। সব পুড়ে যায়। উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত অফিসার আব্দুল বাতেন জানান, রাস্তাগুলো সরু হওয়ার কারণে গাড়ি ঠিকমতো ঢুকতে পারেনা। এতে মানুষ বা অন্য কোন প্রাণির ক্ষয়ক্ষতি হয়নি।
সালাউদ্দিন/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: