প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

ফেনীতে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৪

   
প্রকাশিত: ১১:৫৮ অপরাহ্ণ, ১৭ নভেম্বর ২০২২

কামরুল হাসান নিরব, ফেনি থেকে: ফেনী সদর উপজেলার লালপোল এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৪ জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের একাধিক সদস্য পালিয়ে যায়। বুধবার (১৬ নভেম্বর) রাত ১০ টার দিকে এদের আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, জানা গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১০টার দিকে মডেল থানা পুলিশের একটি দল লালপোল মুহুরী ফিলিং স্টেশন সংলগ্ন ফুটওভার ব্রিজের নিচে অভিযান চালায়।

এ সময় চট্টগ্রামের সীতাকুন্ড থানার ভাটিয়ারী ইউপির বিএম গেইট এলাকার মৃত সুলতান আহমেদের ছেলে মো. জাহিদ জাবেদ, কেশবপুর এলাকার মৃত হাজী রাজা মিয়ার ছেলে মো. সামছুল আলম, একই এলাকার নুরুল আবছারের ছেলে মো. সাইফুল ইসলাম, সলিমপুর ইউপির উত্তর সলিমপুর এলাকার নুরুল ইসলাম প্রকাশ নুর আহম্মদের ছেলে কামাল উদ্দিনকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৩টি ছোরা, ১টি রাম দা, ২টি অবিষ্ফোরিত ককটেল, তাদের ব্যবহৃত ১টি কালো রংয়ের নোহা মাইক্রোবাস গাড়ী উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কেশবপুর এলাকার মৃত সালেহ আহাম্মদ মিস্ত্রীর ছেলে মো. ইউসুফ, মধ্যম সলিমপুর এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে মো. দিদারুল আলম, কদমরসুল এলাকার সুলতান আহম্মদের ছেলে মো. আজিজুল হক, মৃত আবুল বাসারের ছেলে মো. সাহাব উদ্দিনসহ কয়েকজন পালিয়ে যায়।

ফেনী মডেল থানার এসআই মোহাম্মদ ফারুক জানান, গ্রেফতারকৃত ৪ ব্যক্তির নির্দিষ্ট কোন পেশা নেই। তারা ভাসমান হয়ে ফেনীসহ আশপাশের বিভিন্ন এলাকায় ডাকাতি করে থাকে। এ ঘটনায় তিনি বাদী হয়ে থানায় অস্ত্র, বিষ্ফোরক ও ডাকাতির প্রস্তুতির মামলা দায়ের করেছেন।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: