প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

ডি এইচ মান্না

সিলেট প্রতিনিধি

গোলাপগঞ্জে গলায় ফাঁস দিয়ে তরুণের আত্মহত্যা

   
প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, ১৮ নভেম্বর ২০২২

সিলেটের গোলাপগঞ্জে গলায় ফাঁস দিয়ে হোসাইন আহমদ (১৪) নামের এক তরুণ আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বাদেপাশা ইউনিয়নে এ ঘটনাটি ঘটে। নিহত হোসাইন আহমদ উত্তর বাদেপাশা ইউনিয়নের কালাইম গ্রামের দরা মিয়ার পুত্র। প্রাথমিক ভাবে জানা যায়, নিহত হোসাইন মানসিক ভারসাম্যহীন রোগী ছিলেন।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে হোসাইন আহমদ পরিবারের সদস্যদের অগোচরে নিজ বসত ঘরের ভিতরে চালের কাঠের বর্গার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মাহত্যা করে।

এরপর পরিবারের সদস্যরা বিষয়টি দেখতে পেয়ে তাৎক্ষণিক গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে অবগত করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

শাকিল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: