চুয়াডাঙ্গায় বালতির পানিতে ডুবে শিশু নিহত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বালতির পানিতে ডুবে মরিয়ম খাতুন নামের তিন বছর বয়সি এক শিশু নিহত হয়েছেন। শুক্রবার (১৮ নভেম্বর) সকাল ১০ টায় আলমডাঙ্গা জেহালা ইউনিয়নের মুন্সিগঞ্জ হাসপাতাল মোড়ের সোনাতনপুরে নিজ বাড়িতে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু মরিয়ম জেহালা ইউনিয়নের হাসপাতাল মোড়ের আশরাফুল ইসলামের মেয়ে।
স্থানীয় বাসিন্দা সুজন আহম্মেদ জানান, শুক্রবার সকালে মরিয়ম বাড়িতে খেলা করছিলো। খেলা করার সময় পানিভর্তি বালতির মধ্যে পড়ে যায়। পরে পরিবারের লোকজন শিশু মরিয়মকে বালতির মধ্যে মাথা নিচু অবস্থায় দেখতে পায়। এসময় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শেখ রকিবুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পানি ভর্তি বালতির ভিতরে পড়ে শিশু মরিয়ম নিহত হয়েছেন। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
শাকিল/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: