প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

মোঃ শাকিল শেখ

সাভার করেসপন্ডেন্ট

বিএনপিকে দশ ডিসেম্বর রাজপথ দখল করতে দেওয়া হবে না: মির্জা আজম

   
প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, ১৮ নভেম্বর ২০২২

বিএনপির যেকোন আন্দোলন আওয়ামী রাজপথে মোকাবেলা করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। দুপুরে সাভারের পার্বতীনগর এলাকায় এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের অডিটরিয়ামে ঢাকা জেলা আওয়ামী লীগের যৌথ উদ্যোগে এক বর্ধিত সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এতে ঢাকা জেলা আওয়ামী লীগের অন্তরগর্ত সাভার, আশুলিয়া, ধামরাই, দোহার, নবাবগঞ্জ ও কেরানীগঞ্জ আওয়ামী লীগ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি এসময় আরও বলেন, বিএনপিকে আগামী দশ ডিসেম্বর রাজপথ দখল করতে দেওয়া হবে না আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে থেকে তাদের যেকোন আন্দোলন মোকাবেলা করবে বলেও বলেন তিনি। বর্ধিত সভায় আগামী দশ ডিসেম্বর সাভারে আওয়ামী লীগের উদ্যোগে এক বিশাল জনসভার আয়োজন করা হবে বলে জানানো হয়।

এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান, সংসদ সদস্য বেনজীর আহমেদ, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, আশুলিয়া থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ফারুক হাসান তুহিন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

শাকিল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: