চলছে বিশ্বকাপ ফুটবল মৌসুম, পছন্দের দলের জার্সি কেনায় ব্যস্ত ক্রেতারা

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২২, ১২:৫৩ পিএম

শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল খেলা। ফুটবল নিয়ে বাঙালীদের আবেগ বরাবরই বেশী। বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে বাঙালীদের উৎসাহ উদ্দীপনার কথা আর নতুন করে বলার কিছুই নেই। তারই ধারাবাহিকতায় বিশ্বকাপ ফুটবল খেলাকে সামনে রেখে পছন্দের দলকে স্বাগত জানিয়ে পটুয়াখলীতে বিভিন্ন দোকানে জার্সি কেনা কাটায় ক্রেতাদের উপচে পড়া ভীড়। গতকাল শুক্রবার বন্ধের দিন সকালে দেখা গেছে শহরের বিভিন্ন দোকানে সাপোর্টারদের পছন্দের দলের জার্সি কেনায় ব্যস্ত ক্রেতারা।

পটুয়াখালী শহরের সদর রোডে রিডার্স কর্নার সহ বিভিন্ন দোকানে ক্রেতার ভীড় দেখা যায়। ক্রেতারা বলেন, চলতি মাসে ফুটবল বিশ্বকাপ খেলা আর আমরা অনেকেই আর্জেন্টিনার সাপোর্টার এবং আমাদের আর্জেন্টাইন প্রিয় তারকা লিওনেল মেসি'র হয়তো শেষ বিশ্বকাপ খেলা হতে পারে। তাই এবার বিশ্বকাপে আর্জেন্টিনার খেলার মান অনেক ভালো, এবার আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে। এটা আমাদের আত্মবিশ্বাস।

এদিকে গত ১৭ নভেম্বর (বৃহস্পতিবার) প্রতিবারের মতো এবারেও ব্রাজিলের সমর্থকরা পটুয়াখালীতে এক বিশাল শোভাযাত্রার মধ্য দিয়ে নিজের পছন্দের দলকে স্বাগত জানিয়েছেন। এবং আগামী ২০ তারিখ শোভাযাত্রা করবে আর্জেন্টিনার ভক্তরা।

আর্জেন্টিনার সমর্থক রুবেল হাওলাদার বলেন, আগামী ২০ নভেম্বর বিকাল ৩ টায় আমাদের আর্জেন্টিনার র‍্যালি আছে তাই আগে জার্সি কিনতে হবে কারন পটুৃয়াখালীতে আর্জেন্টিনার জার্সির সংকট হতে পারে।

রিডার্স কর্নারের মালিক ও পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল বলেন, গত বিশ্বকাপের তুলনায় এবছরে একটু জার্সির চাহিদা বেশি। আর্জেন্টিনা ব্রাজিল দুই দলের জার্সির চাহিদা বেশি আছে বেচাকেনা ভালো হচ্ছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: