ভালুকায় বনভূমি উচ্ছেদ অভিযানে বাধা, আহত ৬

ময়মনসিংহ বনবিভাগের ভালুকা রেঞ্জের হবিরবাড়ী বিটের অধিনে ৭৭৮ দাগে কড়-ইতলী এলাকায় গত (১৬ নভেম্বর) বুধবার সকালে স্থানীয় বনবিভাগ ওই এলাকায় উচ্ছেদ অভিযানে গেলে স্থানীয় জবরদখল কারীরা সরকারি কাজে বাধা প্রদান সহ বনকর্মকর্তাদের উপর হামলা চালায় এতে ছয়জন গুরুতর আহত হয়। ওই বিষয়ে হবিরবাড়ী বিট অফিসার মোঃ আবু হাসেম চৌধুরী বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ ও বনবিভাগ সূত্রে জানা যায়, হবিরবাড়ী মৌজা ৭৭৮ দাগে জনৈক শহিদুল ইসলামের স্ত্রী রুমা আক্তার বনভূমি জবরদখল করে ঘর নির্মান করে সংবাদ পেয়ে স্থানীয় বনবিভাগ ঘটনার দিন সকালে উচ্ছেদ অভিযান করতে গেলে ওইখানে পূর্ব পরিকল্পিত ভাবে উৎপেতে থাকা জবরদখল কারী মৃত মফিজ উদ্দিনের ছেলে মোঃ গাজী মিয়া (৫০) মৃত করিম শেখের ছেলে মোঃ জজ মিয়া (৪৫), শহিদুল ইসলাম (৩৫), রাজ্জাক (৪৫) এর নেতৃত্বে শতাধীক লোক দেশীয় অস্ত্র-সস্ত্র সহ বনবিভাগের কর্মকর্তাদের উপর হামলা চালায় এতে বনবিভাগের বন প্রহরীসহ ৬জন গুরুতর আহত হয়, একাধিক বন প্রহরীর ইউনিফর্ম ছিড়ে ফেলেন হামলাকারীরা।
আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। হবিরবাড়ী বিট অফিসার মোঃ আবু হাসেম চৌধুরী বলেন, আমি ও আমার স্টাফ সহ উচ্ছেদ অভিযানে গেলে স্থানীয় জবরদখল কারীরা সরকারি কাজে বাধা প্রদান করে ও আমাদের উপর হামলা চালায় এতে আমাদের ছয়জন স্টাফ আহত হয়েছে, আমরা হামলা কারীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছি।
এ ব্যাপারে ভালুকা মডেল থানার ওসি মোঃ কামাল হোসেন জানান, অভিযোগ পেয়েছি তদন্ত চলছে তদন্ত শেষ হলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সালাউদ্দিন/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: