পঞ্চগড়ে তিন কোটি টাকা মূল্যের তক্ষক উদ্ধার

ছবি - প্রতিনিধি
পঞ্চগড়ের দেবীগঞ্জে প্রায় তিন কোটি টাকা মূল্যের সরিসৃপ প্রানী তক্ষক উদ্ধার করা হয়েছে। সেই সাথে তক্ষক চোরাচালানকরী সদস্যের চার সদস্যকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার দিবাগত রাতে দন্ডপাল ইউনিয়নের কালিগঞ্জ সুকাতু প্রধান স্কুলের মাঠ থেকে তক্ষক সহ চারজনকে আটক করে দেবীগঞ্জ থানা পুলিশ। শনিবার (১৯ নভেম্বর) অভিযান চালিয়ে আরও এক পাচারকারীকে আটক করে। এ ঘটনায় শনিবার দুপুরে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের তাদের বিরুদ্ধে দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করে পুলিশ।
ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্ব শুখানপুকুরী এলাকার লালু মোহাম্মদের ছেলে রেজাউল করিম (৪০),পঞ্চগড় দেবীগঞ্জ উপজেলার পামুলি ইউনিয়নের রাজারহাট এলাকার আব্দুল বাসেদের ছেলে আমজাদ হোসেন (৪৫), বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বদেশ্বরী মনিপাড়া এলাকার সমারু চন্দ্রের ছেলে দেবারু চন্দ্র (৩৫), পাচঁপীর ইউনিয়নের বৈরাতি সেনপাড়া এলাকার আফাজ উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৪০)। দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ প্রমানিক পাড়া এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে হাসান আলী (৩২)। এদের মধ্যে হাসান আলী (৩২) কে আজ শনিবার দেবীগঞ্জ বাজার থেকে আটক করা হয়।
পুলিশ জানায় তক্ষক চোরাচালানের সাথে সংঘবদ্ধ চক্রটি খাগড়াছড়ি পার্বত্য এলাকা হইতে তক্ষক (টক্কর) জাতীয় বন্যপ্রানী অসৎ উদ্দেশ্যে সংগ্রহ করে পঞ্চগড় এলাকায় নিয়ে এসে দীর্ঘদিন যাবৎ উক্ত তক্ষক দেখিয়ে পঞ্চগড়ের বিভিন্ন লোকজনদের লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় এবং তক্ষকটি বিদেশে পাচারের উদ্দেশ্যে ১৪/১৫ জন ব্যক্তি তক্ষকটিকে সাথে নিয়ে জেলার দেবীগঞ্জ উপজেলার কালীগঞ্জ বাজার সংলগ্ন সুকাতু প্রধান উচ্চ বিদ্যালয় মাঠে বসে আলোচনা করতে বসলে এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে দেবীগঞ্জ থানার পুলিশ এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই সংঘবদ্ধ চক্রের সদস্যরা ছত্রভঙ্গ হয়ে দৌড়ায় পালানোর সময় চার সদস্যকে আটক করে এবং বাকিরা পালিয়ে যায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রঞ্জু আহম্মেদ বলেন, তক্ষকসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেবীগঞ্জ থানার এসআই শহিদুল ইসলাম বাদি হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। উদ্ধারকৃত তক্ষকটি বন বিভাগের কাছে হন্তান্তরের প্রক্রিয়া চলছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আদালতে তাদের জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রঞ্জু আহম্মেদসহ দেবীগঞ্জ থানা পুলিশের একটি দল ক্রেতা সেজে উপজেলার কালীগঞ্জ সুকাতু প্রধান স্কুল মাঠে উপস্থিত হয়। এইসময় তক্ষক পাচারকারী দলের সদস্যদের সাথে কথা হলে তারা তক্ষকটির ম‚ল্য ৩ কোটি টাকা দাবি করে। এক পর্যায়ে পুলিশের সদস্যরা তক্ষকটি দেখতে চাইলে পাচারকারী দলের সদস্যরা তক্ষকটি দেখান। তক্ষকটি দেখানো মাত্রই পুলিশ তাদের আটক করেন। এই সময় পাচারকারী দলের এক সদস্য পালিয়ে গেলে শনিবার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
আশরাফুল/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: