কুবিতে ‘গেম অব ডিপ্লোম্যাসি-২২’ সম্পন্ন

ছবি - প্রতিনিধি
মোঃ শাহীন আলম, কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে: কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘের ‘গেম অব ডিপ্লোম্যাসি-২২’ সম্পন্ন হয়েছে। তৃতীয়বারের মতো দুই দিনব্যাপী চলমান এ সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘বৈশ্বিক শান্তির জন্য কৌশলগত যোগাযোগের মাধ্যমে স্থিতিস্থাপকতা তৈরি করা’। শনিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মধ্যে দিয়ে সমাপ্তি হয়।
হাসিন মাহতাব মাহিন ও ফাহমিদা তাসনিম তিন্নি’র সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন কুবি ছায়া জাতিসংঘের মহাসচিব রহমান ফায়াজ। সমাপনী এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম. আবদুল মঈন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আমিনুল ইসলাম আকন্দ এবং ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. মোহা. হাবিবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে এ এফ এম. আবদুল মঈন বলেন, আমি কখনো এইধরনের সেমিনারে অংশগ্রহণ করেনি৷ তাই অনেক ব্যস্ততার মাঝেও অনুষ্ঠানটি মিস করতে চাইনি। এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। তারা বিভিন্ন কমিটিতে একেকজন কাজ করেছে। আমি প্রত্যাশা করি যখন তোমরা ফিরে যাবে তখন তোমাদের বাস্তবিক জীবনে এ অভিজ্ঞতা কাজে লাগাতে পারবে।
তিনি আরও বলেন, আজকে তোমরা যারা শিক্ষার্থী তারাই আগামীদের কূটনীতিবিদ, শিক্ষক, রাজনীতিবিদ, সাংবাদিক। এখান থেকে নেওয়া শিক্ষা ও তোমাদের চিন্তাভাবনা জাতিসংঘের এসডিজি লক্ষ্য বাস্তবায়নে কাজে দিবে।
প্রসঙ্গত, দুইদিনব্যাপী সম্মেলনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ, ফিফা, জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, জাতীয় সংসদসহ আন্তর্জাতিক প্রেস নিয়ে ছয়টি কমিটি কাজ করেছে। অংশগ্রহণকারী সদস্যরা বিতর্কের মাধ্যমে বিষয়সমূহের বৈশ্বিক সমাধান বের করেন। অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘের মোট ১১০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
আশরাফুল/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: